সমাজ কাকে বলে | What is Society in Bengali

সমাজ কাকে বলে | What is Society in Bengali

উত্তর:

সমাজ কাকে বলে ?

মানুষ তার নিজের প্রয়োজনে দলবদ্ধভাবে বাস করতে গিয়ে সমাজের সৃষ্টি করেছে। সমাজ বলতে সাধারণত আমরা বুঝি পারস্পারিক সম্পর্ককে। প্রতিটি সমাজের কতগুলি সাধারণ নিয়মকানুন রয়েছে যা সমাজে বসবাসকারী সকলকেই মেনে চলতে হয়। দেশভেদে সমাজের মূল্যবোধের কিছু পার্থক্য থাকতে পারে। সমাজবিজ্ঞানী গিডিংস বলেন, মানুষকে নিয়েই সমাজ। মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি একত্রিত হয় বা কোন সংগঠন গড়ে তোলে তবে তাকে সমাজ বলে। কিক্ত মানুষের সাথে মানুষের সবরকম সম্পর্ককে সামাজিক সম্পর্ক বলা যায় না। কারণ কোন সম্পর্ক যদি পারস্পরিক উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে না উঠে তবে তাকে সমাজ বলা যায় না।

শিশু জন্ম থেকে আমৃত্যু সমাজেই বসবাস করে। সমাজই শিশুকে সামাজিকতার শিক্ষা দেয়। সমাজের সৃষ্টি হয় মানুষের বিভিন্ন প্রয়োজনে ও অভাব পূরণের জন্য। সমাজের মধ্যেই মানুষ তার কর্মদক্ষতার প্রকাশ করে ও তার প্রয়োজন মেটায়। আবার প্রয়োজনে সমাজকে নিয়ন্ত্রণও করে। কেননা নিয়ন্ত্রণহীন সমাজ মানুষের জন্য কাম্য নয়।

সমাজ কি ?

সমাজ হল এমন একটি ব্যবস্থা যেখানে প্রথা-প্রণালী, কর্তৃত্ব ও পারস্পরিক সাহায্য, বিভিন্ন দল ও শ্রেণী, মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও স্বাধীনতা বিদ্যমান থাকে ও রক্ষিত হয়। এই ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও জটিল। এই জটিল পরিবর্তনশীল ব্যবস্থার অপর নাম হল সমাজ।

সমাজের সংজ্ঞা

বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। যদিও সমাজের একটিমাত্র বা সর্বজন স্বীকৃত কোন সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তবুও সমাজবিজ্ঞানীরা সমাজের কিছু সংজ্ঞা উল্লেখ করেছেন। সেগুলি হল –

  • জিসবাট (Gisbert) বলেছেন, “Society in General consists in the complicated network of social relationship by which every human being is interconnected with his fellow men.”
  • সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের Society নামক গ্রন্থে বলেছেন, “Society is a system of social relationships in and through with we live.” 
  • সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোঁত (Auguste Comte) এর মতে, মানব সমাজ হঠাৎ একদিনে সৃষ্টি হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এবং মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানোর তাগিদে ক্রম বিবর্তনের ধারায় সমাজ নতুন নতুন রূপ ধারণ করেছে।

আরো পড়ুন

গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য | অবক্ষয়ের কারণ ও প্রতিকার | Rural Society in Bengali

সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে | শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি

Leave a Comment

error: Content is protected !!