প্রেষণা কি | প্রেষণার সংজ্ঞা দাও | প্রেষণার বৈশিষ্ট্য

প্রেষণা কি ? প্রেষণার সংজ্ঞা দাও । প্রেষণার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
অথবা, প্রেষণা কাকে বলে ? প্রেষণার বৈশিষ্ট্য লেখাে ।

উত্তর:

প্রেষণা কি ? 

প্রেষণা হল এক ধরনের মানসিক শক্তি যা আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য মুখি আচরণ সম্পাদনে উৎসাহিত করে বা তাড়িত করে। প্রেষণা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল Motivation। এটি এসেছে ল্যাটিন শব্দ “Moveers’থেকে যার অর্থ হল ‘Move’ বা ‘চলা’। অর্থাৎ, মনের অভ্যন্তরীণ যে চালিকাশক্তি আমাদের কর্মোদ্যম সৃষ্টি করে তাকে প্রেষণা বলে। প্রাণী যখন কোনাে আচরণ করে তখন তার কোন উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন ভাবে প্রাণী কোন আচরণ করে না। প্রাণীর এই আচরন তাড়না দ্বারা পরিচালিত হয়। প্রাণীর এই তাড়না বা তাগিদকেই প্রেষণা বলে। প্রেষণা অন্তর্মুখী বা বহির্মুখী হতে পারে। এক কথায় প্রেষণা হল উদ্দেশ্য মুখি আচরণ সম্পাদনের প্রবণতা। ব্যক্তির বিভিন্ন প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করে তাই হল প্রেষণা।

প্রেষণার সংজ্ঞা

মনােবিদ উইনার এর মতে, প্রেষণা হল এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনের উদবুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনকে নির্দিষ্ট লক্ষ্যমুখি করে এবং লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্মসম্পাদনে ব্যস্ত রাখে। ম্যাকগেওকের মতে, প্রেষণা হল ব্যক্তির এমন একটি অবস্থা, যা বিশেষ একটি কাজের অনুশীলনের দিকে পরিচালিত করে, তাকে কাজটির সঙ্গে পরিচিত করে এবং ব্যক্তির বিভিন্ন আচরণের পর্যাপ্ততা ও কাজটি সম্পাদনের একটি সংজ্ঞা দান করে। মনােবিদ সুইফট এর মতে, ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া ব্যক্তির আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করে তাকে প্রেষণা বলে। 

মনােবিদ ক্রাইডার এর মতে, আকাঙ্ক্ষা, প্রযােজন এবং আগ্রহ, যা একটি প্রাণীকে সক্রিয় বা কর্মদ্যোগী করে তােলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে, তাকে প্রেষণা বলে।

প্রেষণার বৈশিষ্ট্য 

প্রেষণার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল – 

1) তাড়না: ব্যক্তির অভাববােধ থেকে এক ধরনের মানসিক অবস্থা অর্থাৎ তাড়নার সৃষ্টি হয়। ব্যক্তির চাহিদা সরাসরি উদ্দেশ্য মুখি আচরণ সৃষ্টি করতে পারে না। তাড়নাই পরবর্তী কালে ব্যক্তিকে উদ্দেশ্যমুখি আচরণে উদ্বুদ্ধ করে। অর্থাৎ প্রেষণা সৃষ্টি হয়। 

2) চাহিদা বা অভাব বােধ: প্রেষণা ব্যক্তিগত চাহিদা থেকে সৃষ্টি হয়। কোন ব্যক্তির বিশেষ কোনাে চাহিদা থাকলে বা তার মধ্যে কোন অভাব দেখা দিলে প্রেষণা সৃষ্টি হয়। চাহিদা পূরণের জন্য ব্যক্তি বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। প্রত্যেকটি আচরণের পিছনে কোনাে না কোনাে অভাব বােধ থাকে মানুষ যখন কোন কিছুর অভাব অনুভব করে তখনই তার মধ্যে প্রেষণার সৃষ্টি হয়।

3) লক্ষ্যবস্তু নির্ধারণ: প্রেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল লক্ষ্যবস্তু নির্ধারণ করা। প্রেষণা ব্যক্তিকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। লক্ষ্যে পৌঁছাতে পারলেই ব্যক্তি পরিতৃপ্তি লাভ করে এবং প্রেষণা হ্রাস পায়। 

4) ধারাবাহিক প্রক্রিয়া: প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি চাহিদা সম্পন্ন হলে আরেকটি চাহিদার জন্য ব্যক্তির মধ্যে প্রেষণা সৃষ্টি হয়। কিন্তু একটি চাহিদা পূরণের জন্য প্রেষণা অন্য কোন চাহিদা পূরণের জন্য কার্যকারী হতে পারে না। প্রত্যেকটি কাজের জন্য নতুন করে প্রেষণা সৃষ্টি হয়।

5) প্রেষণার হ্রাস ও বৃদ্ধি: প্রেষণা চিরস্থায়ী নয়। একটি প্রেষণা পূরণ হওয়ার পর ব্যক্তির মধ্যে সেই প্রেষণা হ্রাস পায়। আরেকটি প্রেষণা উদ্ভব হয় অর্থাৎ আগের প্রেষণা হ্রাস পায় এবং নতুন প্রেষণার তীব্রতা বৃদ্ধি পায়।

6) বাধ্যতামূলক ক্ষমতা: প্রেষণার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে। ওই ক্ষমতা মূলত ব্যক্তির চাহিদার প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত হয়।

7) ভারসাম্য রক্ষা: প্রেষণা ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। দৈহিক চাহিদা, সামাজিক চাহিদা ও মানসিক চাহিদা পূরণ না হলে ব্যক্তিজীবনে যে ভারসাম্যের অভাব ঘটে তা দূর করতে সাহায্য করে প্রেষণা। প্রকৃতপক্ষে ব্যক্তিজীবনের সুস্থিরতা বজায় রাখার জন্য প্রেষণা সহায়ক ভূমিকা পালন করে।

8) আচরণের গতি প্রকৃতি নির্ণয়: প্রেষণা আচরণ সম্পন্ন করে না আচরণকে উদ্বুদ্ধ করে। ব্যক্তির আচরণের গতি নির্ণয় করে। অর্থাৎ প্রেষণা ব্যক্তিকে উদ্দেশ্য মুখি আচরণের পাশাপাশি তার কর্মতৎপরতা কে বাড়িয়ে তােলে।

আরো পড়ুন

প্রেষণা চক্র কী | What is Motivation Cycle

বুদ্ধি কি | বুদ্ধির সংজ্ঞা দাও | বুদ্ধির কাজ কি | বুদ্ধির বৈশিষ্ট্য কি

শিক্ষন ও শিখনের মধ্যে পার্থক্য লেখো

শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

গিলফোর্ডের SOI মডেল বা বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব

স্যাডলার কমিশন (Sadler Commission) | স্যাডলার কমিশনের সুপারিশ

Leave a Comment

error: Content is protected !!