শিক্ষন ও শিখনের মধ্যে পার্থক্য লেখো

শিক্ষন ও শিখনের মধ্যে পার্থক্য লেখো ।
অথবা, শিক্ষন ও শিখনের মধ্যে পার্থক্য কি ?

উত্তর:

শিক্ষণ (Teaching) 

শিক্ষার্থীদের শিখনে সাহায্য করার জন্য, তথ্য ও কৌশলসমূহের সার্থক সমন্বয়ে গঠিত শিক্ষক নির্ভর প্রক্রিয়াই হল শিক্ষণ। শিক্ষণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিষয়বস্তু এই তিনটি উপাদানকে একত্র করে । শিক্ষক বিভিন্ন কৌশল বা শিক্ষণ পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষা দানের মাধ্যমে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন। 

শিখন (Learning)

অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধরার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন। মনােবিজ্ঞানীরা বলেন, মানুষ তার দৈহিক ও মানসিক প্রচেষ্টার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করে। মানুষের চাহিদা পূরণের ক্ষেত্রে বা লক্ষ্যবস্তু লাভের উদ্দেশ্যে মানুষ যে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে সেই কৌশলই হল শিখন।

শিক্ষন ও শিখনের মধ্যে পার্থক্য

শিক্ষনশিখণ
শিক্ষণ শিক্ষার্থীদের শিখনে সাহায্য করার জন্য, তথ্য ও কৌশলসমূহের সার্থক সমন্বয়ে গঠিত শিক্ষক নির্ভর প্রক্রিয়াই হল শিক্ষণ।অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন।
শিক্ষণের একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে।শিখন প্রক্রিয়া চাহিদানির্ভর অর্থাৎ,চাহিদার দ্বারা শিখন নিয়ন্ত্রিত হয়। 
শিক্ষণ হল অভিজ্ঞতা দ্বারা আচরণ সংশােধন করা।শিখন হল পরিবেশের সাথে অভিযােজনের জন্য আচরণধারার পরিবর্তন।
শিক্ষণ শিক্ষার্থীদের উপর কোন বিষয় পাঠের ব্যবস্থা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে।শিখন জ্ঞান অর্জন অর্থে ব্যবহার করা হয়
শিক্ষক দ্বারা সম্পাদিত হয়।শিক্ষার্থী দ্বারা সম্পাদিত হয়।
শিক্ষণ একজন ব্যক্তির জীবন জুড়ে হয় না।শিখন হল এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তির জীবদ্দশায় ঘটে থাকে। 
বেশীরভাগ ক্ষেত্রে, শিক্ষণ একটি সচেতন প্রচেষ্টা।শিখন একটি সচেতন এবং অবচেতন উভয় প্রচেষ্টা হতে পারে।
শিক্ষণের অর্থ হল কোন ব্যক্তিকে শিক্ষাদান করা।শিখনের অর্থ হল গ্রহণ করা।
শিক্ষণের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা প্রদান করেন।শিখনের মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে।
শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর সমস্যানির্বাচন করে তার সমাধান করা হয়।শিখনের মাধ্যমে শিক্ষার্থী সমস্যার সমাধান করতে পারে।
শিক্ষন একটি সামাজিক প্রক্রিয়া। শিখন একটি ব্যক্তিগত প্রক্রিয়া।
শিক্ষণ দ্বিমুখী প্রক্রিয়া। শিখন একমুখী প্রক্রিয়া।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযােগ কম।শিক্ষার্থীদের সক্রিয়তার উপর শিখন নির্ভর করে।
শিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও বিষয়বস্তু কেন্দ্রিক।শিখন শিক্ষার্থী কেন্দ্রিক।
শিক্ষণের জন্য প্রেরণা ব্যক্তির মধ্যে থেকে আসে।শিখনের জন্য, প্রেরণা ব্যক্তি বা বাইরের বিষয় গুলির মধ্যে থেকে আসতে পারে।

আরো পড়ুন

শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

গিলফোর্ডের SOI মডেল বা বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব

স্যাডলার কমিশন (Sadler Commission) | স্যাডলার কমিশনের সুপারিশ

শিক্ষার পরিধি গুলি আলোচনা করো

প্রকৃতিবাদ কাকে বলে | শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো

Leave a Comment

error: Content is protected !!