গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য | অবক্ষয়ের কারণ ও প্রতিকার | Rural Society in Bengali

Q: গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য | অবক্ষয়ের কারণ ও প্রতিকার | Rural Society in Bengali
Q: গ্রামীণ সমাজ কাকে বলে ?
Q: গ্রামীণ সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ।
Q: গ্রামীণ সমাজ অবক্ষয়ের কারণ ও প্রতিকার লেখো ।

উত্তর:

গ্রামীণ সমাজ  

ভারতে গ্রাম সম্পর্কে যে সব ব্যক্তির সমাজতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক গবেষণা বিশেষভাবে প্রশংসিত হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ – F. G. Baiy, M. Marryot, Mandalbaul, P. C. Dubey, M. C. Srinibas. তাঁরা ভারতের গ্রামসমাজ নিয়ে আলোচনা করলেও গ্রামের স্পষ্ট কোনো সংজ্ঞা দেননি।

➢ Oxford dictionary-তে বলা হয়েছে যে, গ্রাম হলো বেশ কিছু কুটির বা বাড়ির সমবায়, যা আয়তনে পাড়া অপেক্ষা বৃহৎ কিন্তু শহরের তুলনায় ছোটো। এই জনসমষ্টির মধ্যে সরল প্রশাসন ও সামাজিক কর্মসূচি চোখে পড়ে।

গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য : 

পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম স্থায়ী মানবসমষ্টি হলো গ্রাম। কোনো অঞ্চলে কিছু সংখ্যক মানুষ চাষাবাদ ও কৃষিকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করলে গ্রাম গড়ে উঠে। গ্রামের মানুষজন পরস্পরের উপর নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিতে একত্রে মিলেমিশে বসবাস করলে গড়ে উঠে গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ – 

1) গ্রামীণ সমাজে প্রাথমিক সম্পর্কের প্রাধান্য থাকে। এখানে অপরিচিত ব্যক্তির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের প্রয়োজন হয় না। মানুষে মানুষে সম্পর্ক এখানে প্রত্যক্ষ ও মুখোমুখি ।

2) গ্রামীণ সমাজে সচলতার অভাব রয়েছে। এখানে জন্মের পরই শিশু এক সুনির্দিষ্ট সামাজিক পরিচিতি লাভ করে। সারা জীবন এই পরিচিতি তাকে বহন করতে হয়। গ্রাম্যসমাজে ব্যক্তির বৃত্তি বিধি নির্দিষ্ট বলে সামাজিক সচলতার সুযোগ-সম্ভাবনা প্রায় নেই।

3) গ্রামীণ জীবনে ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও সামাজিক নৈকট্য রয়েছে। মানুষে মানুষে সম্পর্ক মুখোমুখি বলে অন্তরঙ্গতার সৃষ্টি হয়। পরিবারগুলির মধ্যে মৌলিক সম্পর্ক, গভীর সামাজিক বন্ধন ও আত্মীয়তার বন্ধন এখানে গড়ে উঠে।

4) গ্রামীণ জীবনে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সামাজিক বন্ধন দৃঢ় বলে সামাজিক নিয়ন্ত্রণও কঠোর হয়। ফলে এখানে প্রচলিত প্রাচীন প্রথা ও রীতিনীতির নিয়ন্ত্রণ বেশ কঠোর হয়।

5) গ্রামসমাজে পরিবারের সদস্যদের উপর বয়োজ্যেষ্ঠদের প্রভাব-প্রতিপত্তি বেশি। এখানে পারিবারিক অনুশাসন ও নিয়ন্ত্রণ বেশ কঠোর। সদস্যদের আর্থিক-সামাজিক প্রয়োজন পরিবারই পূরণ করে থাকে।

6) গ্রামীণ সমাজে বৈচিত্র্য নেই। এখানে একই ভাষাভাষি ও ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। পোশাক-পরিচ্ছদ, প্রথা-প্রকরণ, আচার-বিচার ও জীবিকার দিক থেকে খুব বেশি ভিন্নতা থাকে না বলে গ্রামজীবনে বৈচিত্র্য নেই বললেই চলে।

7) গ্রামীণ সমাজের কৃষিজীবী মানুষ প্রকৃতি-নির্ভর ও অদৃষ্টবাদী। তাদের চিন্তাভাবনা সনাতন, আচার-আচরণ রক্ষণশীল এবং বিশ্বাস ও প্রত্যয়ে রয়েছে সংস্কার।

8) বর্ণ ও জাতপাতের ভিত্তিতে গ্রামীণ সমাজে ব্রাহ্মণপাড়া, কামারপাড়া, কুমোরপাড়া, জেলেপাড়া, তাঁতিপাড়া, বৈদ্যপাড়া ইত্যাদি লক্ষ করা যায়।

9) গ্রামীণ সমাজে আধুনিকতা ও বিশ্বায়নের প্রভাবে ইদানীং শহর জীবনের প্রভাব পড়ছে। এক্ষেত্রে সংবাদমাধ্যম, গণমাধ্যম দিন দিন গ্রাম ও শহরের ভেদ মুছে দিতে অধিক সক্রিয় ভূমিকা নিচ্ছে। ফলে গ্রামীণ জীবনধারা, রুচি, অভ্যাস ইত্যাদিতে পরিবর্তন আসছে।

পরিশেষে, নগরায়ণের চাপে গ্রামগুলি এখন শহরে পরিণত হচ্ছে, কিংবা গ্রামের মানুষ শহরে ভিড় করছে। ফলে জনশূন্য হচ্ছে গ্রামগুলি।

গ্রামীণ সমাজ অবক্ষয়ের কারণ

মাদকশক্তি বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্যগত ঝুঁকির অন্যতম প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। এটি ভারতের সমাজ ব্যবস্থায় আক্রান্ত ব্যক্তির শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা বিষয়ক প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে থাকে ব্যক্তিগত, পরিবার এবং সামাজিক অবয়বে। সর্বশেষ দাখিলকৃত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ভারতের কয়েক কোটি মানুষ মাদকাসক্ত এবং প্রতিদিন ও গর্হিত কাজে কোটি কোটি টাকার উপরে অপচয় হচ্ছে। আবার অন্য এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, মাদকাশক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় কিন্তু ৮২ শতাংশ আসক্তরা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে না। ভারতে মাদকদ্রব্যের সহজলভ্যতা মাদকাসক্তের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। গ্রামের ন্যায় শহরের অবস্থাও ভয়াবহ, এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, কোনো শহরের পয়েন্টে পয়েন্টে মাদকদ্রব্য কেনাবেচা হয়ে থাকে। তাই যত দ্রুত সম্ভব মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বহুমুখী ও জীবনমুখী পদক্ষেপ গ্রহণ করা অবশ্যাম্ভাবী। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খুবই প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন যেখানে তাদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন দেখা দেয়।

গ্রামে-গ্রামে টিম ভিত্তিক কাজ করে কতিপয় গ্রুপ মাদকের প্রচার এবং প্রসারে শোনা যায়, স্থানীয় সব প্রশাসনের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে মাদকের ভয়াবহতাকে ছড়িয়ে দেওয়া হয় উঠতি বয়সী যুবকদের মাঝে। গাঁজা সেবনের মাধ্যমে শুরু হয়ে থাকে প্রাথমিক পর্ব। পরবর্তীতে আরোও ধ্বংসাত্মক মাদকের দিকে ছুটে যায় স্কুলগামী ছেলেমেয়েরা। গ্রামীণ পর্যায়ের অবক্ষয় চরম আকার ধারণ করেছে যেখানে শিক্ষকদের সামনে ছাত্ররা সিগারেট খাচ্ছে। মাদকাসক্তদের শাসন করতেও ভয় পাচ্ছে শিক্ষকরা। অভিভাবকেরাও ছেলেদের শাসনের মধ্যে রাখতে পারছে না। কারণ, মাদকাসক্তদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে প্রভাবশালীরা বিশেষ করে রাজনৈতিক কর্তাব্যক্তিরা। মিছিল, মিটিং-এ গণজমায়েতের পিছনে মাদকাসক্তরাই সাহায্য করে থাকে কতিপয় ব্যক্তিদের। এহেন অবস্থা চলতে থাকলে সামাজিক অবক্ষয় সকল ধরনের মাত্রা অতিক্রম করে যাবে যা সমাজের স্বাভাবিক জীবনচরণের জন্য অভিশাপ।

গ্রামীণ সমাজ অবক্ষয়ের প্রতিকার

গ্রামীণ সমাজের হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে তথা মাদকের ভয়াবহতা থেকে যুবক ছেলেদের দূরে রাখতে সমষ্টিকভাবে ঐক্যমতের ভিত্তিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। পরিবার কেন্দ্রিক প্রাত্যহিক শিক্ষাটাকে জোরদার করবার নিমিত্তে মনিটারিং সেল গঠন করতে হবে। কারণ পরিবারই প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। পরিবারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও এর উপর তদারকি পূর্বের ন্যায় বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যে সমাজে বা প্রতিষ্ঠানে শিক্ষককে হেয় করা হয় সেখান থেকে ইতিবাচক ফলাফল আশা করাটা খুবই দুষ্কর। তাই শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে উন্নয়ন এবং সুস্থ সমাজ নির্মাণের স্বার্থেই। প্রতিবেশী এবং সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে সম্পর্কন্নোয়ন ও মূল্যবোধ বৃদ্ধির প্রচেষ্টায় সামাজিক অনুষ্ঠানের আয়োজনের সাথে সাথে শিশুদের মানসিক সুস্থতা ও বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের গণমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গ্রামে-গঞ্জে সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভবপর হবে। অন্যথায় রাষ্ট্রের ঘোর বিপদ আসন্ন।

আরো পড়ুন

সমাজ কাকে বলে | What is Society in Bengali

সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে | শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি

Leave a Comment

error: Content is protected !!