স্বরবৃত্ত ছন্দ কাকে বলে | উদাহরণ সহ স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে

স্বরবৃত্ত ছন্দ কাকে বলে? উদাহরণ সহ স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।
অথবা, স্বরবৃত্ত ছন্দ অন্য আর কী কী নামে পরিচিত ? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।
অথবা, “দলবৃত্ত’ বা ‘শ্বাসাঘাত’ প্রধান ছন্দ সম্পর্কে আলােচনা করাে।

উত্তর:

স্বরবৃত্ত ছন্দ

বাংলা ভাষার একান্ত আপনার ছন্দ বলে যদি কোনােটিকে বলতে হয় তবে সেটি হল ‘দলবৃত্ত বা ‘স্বরবৃত্ত ছন্দ। এই ছন্দে শিক্ষিত-অশিক্ষিত, স্বাক্ষর-নিরক্ষর, সমস্ত বাঙালি মন সহজেই দোলাইত হয়। স্বরবৃত্তের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়—

পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাতযুক্ত, দ্রুতলয়-আশ্রিত, সাধারণত ৪ মাত্রার পূর্ণ পর্বে গঠিত যে লৌকিক ছন্দে মুক্ত ও রুদ্ধ সকল দলই একমাত্রা রূপে বিবেচিত, তাকে বলে ‘স্বরবৃত্ত’ বা ‘শ্বাসাঘাত প্রধান’ বা ‘দলমাত্রিক’ ছন্দ। 

‘দলবৃত্ত ছন্দটি বিভিন্ন নামে পরিচিত। লােক-সাধারণের মৌখিক সাহিত্যে এর প্রচুর প্রয়ােগ বলে এই ছন্দটিকে অনেকে ‘লৌকিক ছন্দ’ নামে অভিহিত করেছেন। লােকসাধারণকে প্রাকৃতজন বলা হয়। এ ছন্দ প্রাকৃতজনের মৌখিক সাহিত্য সৃষ্টির মাধ্যম বলে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দের নাম দিয়েছেন প্রাকৃত ছন্দ। এই ছন্দের প্রতি পর্বে স্বরধ্বনির প্রাধান্য লক্ষ করা যায়, তাই এই ছন্দকে প্রবােধচন্দ্র সেন ‘স্বরবৃত্ত ছন্দ’ বলেছেন। পরবর্তী কালে তিনি আবার এর নাম পরিবর্তন করে ‘দলবৃত্ত’ দেন। কারণ, তাঁর মতে এক একটি দলকে কেন্দ্র করেই এই ছন্দের এক একটি মাত্রা তৈরী হয়। সাধারণত এই ছন্দ ছড়ায় ব্যবহৃত হয় তাই কেউ কেউ একে ‘ছড়ার ছন্দ নাম দিয়েছেন। এই ছন্দের প্রতি পর্বের শুরুতেই শ্বাসাঘাত বা ঝোক পড়ে বলে ছান্দসিক অমূল্যধন মুখােপাধ্যায় এর নাম দেন ‘শ্বাসাঘাত প্রধান ছন্দ। একটি দল একটি মাত্রা’ এই বৈশিষ্ট্য লক্ষ করে ‘ছন্দের যাদুকর’ সত্যেন্দ্রনাথ দত্ত এর একটি নাম দিয়েছেন—“পাঁপড়ি গােনা ছন্দ। কবি মােহিতলাল মজুমদার এ ছন্দকে বলেছেন ‘কথ্য ভাষার পবর্ভূমক ছন্দ। বিশেষজ্ঞ তারাপদ ভট্টাচার্য এর নাম দিয়েছেন ‘বলবৃত্ত’। তবে এ ছন্দ ‘স্বরবৃত্ত বা দলবৃত্ত’ নামেই অধিক পরিচিত।

স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য

স্বরবৃত্ত ছন্দের স্বরূপগত কয়েকটি বৈশিষ্ট্য ফুটে ওঠে। যথা—

ক. দলবৃত্ত ছন্দের পর্বগুলি ছােটো ছােটো হয় বলে এর লয় দ্রুত হয়ে থাকে। যেমন— 

রাত পােহালাে / ফর্সা হলাে / ফুটল কত ফুল
কাঁপিয়ে পাখা / নীল পতাকা / জুটল অলি / কুল।

খ. এ ছন্দের অন্যতম বৈশিষ্ট্য— সাধারণত পর্বের আদিতে শ্বাসাঘাত বা প্রস্বর পড়ে। যেমন—

কে মেরেছে । কে ধরেছে । কে দিয়েছে । গাল
তাই ত খুকু । রাগ করেছে। ভাত খায়নি। কাল।

– এ ক্ষেত্রে ‘কে’, ‘গাল’, ‘তাই’ প্রভৃতি দলের উচ্চারণে এক ধরনের ঝোক পড়েছে, একেই শ্বাসাঘাত বলা হয়।

গ. দলবৃত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য এ ছন্দের দল মাত্রই এক মাত্রার হয়ে থাকে। যেমন— 

পক্ষীরাজের। খেয়াল হলাে । ঘাস খাবে
স্বর্গে কোথায় । ঘাস পাবে।
একদিন এক সে। ইন্দ্র রাজার । সুখের দেশ
শূন্য করে । নিরুদ্দেশ। 

– এক্ষেত্রে রুদ্ধ দল ও মুক্তদল উভয়ই এক মাত্রা পেয়েছে।

ঘ. দলবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব সাধারণত চার মাত্রার হয়, তবে কখনাে কখনাে চার মাত্রার বেশি বা কমও দেখা যায়। যেমন—

চার মাত্রার পর্ব: 

মাথার উপর । ডাকলাে পেঁচা । চমকে উঠি । আরে
আধখানা চাদ । আটকে আছে। টেলিগ্রাফের । তারে

তিন মাত্রার পর্ব:

বসেছে আজ । রথের তলায় । স্নানযাত্রার । মেলা।

ঙ. দলবৃত্ত ছন্দ সাধারণত ছড়া বা ছড়াজাতীয় কবিতা লেখার বিশেষ উপযােগী। ছেলেভুলানাে ছড়া, ভাদুগান, টুসুগান, পূর্ববঙ্গ গীতিকা, ধাঁধাঁ এ ছন্দের উপহার। এতে আখ্যানকাব্য বা মহাকাব্য লেখা হয় না বলে অনেকে এ ছন্দকে শ্রদ্ধার চোখে দেখেন না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, অন্নদাশঙ্কর রায় প্রমুখের প্রচেষ্টায় দলবৃত্ত ছন্দের গ্রহণযােগ্যতা নিয়ে কোনাে শংসয় নেই। দৃষ্টান্ত হিসেবে রবীন্দ্রনাথের ‘পলাতকা’ কাব্যগ্রন্থের অসংখ্য কবিতা রয়েছে। তবে লােক জীবনের সঙ্গেই দলবৃত্তের নাড়ীর যােগ এর স্বকীয়তাকেই স্বীকৃতি দেয়।

আরো পড়ুন

মিথ ও লিজেন্ড বলতে কী বোঝ | অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে

শব্দালঙ্কার কাকে বলে | দৃষ্টান্তসহ শব্দালঙ্কারের শ্রেণীবিভাগগুলির পরিচয় দাও

পূর্ণযতি কাকে বলে

Class 9 History (ইতিহাস) 3rd Unit Test Question Paper 2022

Class 8 History (ইতিহাস) 3rd Unit Test Question Paper 2022

Class 7 History (ইতিহাস) 3rd Unit Test Question Paper 2022

Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) 3rd Unit Test Question Paper 2022

Class 5 Amader Poribesh (আমাদের পরিবেশ) 3rd Unit Test Question Paper 2022

Leave a Comment

error: Content is protected !!