সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change

Q: সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change
Q: সামাজিক পরিবর্তন কি ?
Q: সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

উত্তর:

সামাজিক পরিবর্তন (Social Change)

সমাজ পরিবর্তনশীল। পরিবর্তনশীলতাই মানব সমাজের প্রধান ধর্ম। সমাজ বলতে বোঝায় একই মানসিকতা সম্পন্ন দলবদ্ধ মানব গোষ্ঠীকে। যারা সম্পর্কের জালে আবদ্ধ হয়ে নির্ধারিত সামাজিক রীতিনীতি, আচার- আচরণ মেনে চলে এবং একটি সাধারণ লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে।

সামাজিক পরিবর্তন বলতে সামাজিক প্রথা, রীতিনীতি, মূল্যবোধ, সংস্কৃতি সমাজের এই ধরনের কোন পরিবর্তনকে বোঝায়। এই পরিবর্তন সামাজিক কাঠামোগত হতে পারে আবার কার্যগত হতে পারে অর্থাৎ পরিবর্তন যে কোন ধরনের হতে পারে।

সামাজিক কাঠামোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরকে সামাজিক পরিবর্তন বলে।

সমাজ বিকাশের বিভিন্ন স্তরে মানুষের জীবনযাত্রা, আচার- আচরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন বিজ্ঞান সম্মতভাবে উপলব্ধি করা সম্ভব।

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা (Definition of Social Change) :

মেকাইভার ও পেজ, সামাজিক সম্পর্ক সমূহের উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা,সামাজিক সম্পর্ক সমূহের পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন হিসাবে আখ্যা দেওয়ার পক্ষপাতী।

সমাজতত্ববিদ রস (Ross) এর মতে, সামাজিক কাঠামো বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন হল সামাজিক পরিবর্তন।

মরিস জিন্সবার্গ (Morris Ginsberg) এর মতে, সামাজিক পরিবর্তন বলতে আমি বুঝি সামাজিক কাঠামোর পরিবর্তনকে, অর্থাৎ সমাজের পরিধি, তার বিভিন্ন অংশের গঠন বিন্যাসের প্রকৃতির পরিবর্তন,দৃষ্টিভঙ্গি বা বিশ্বাসের পরিবর্তন।

রজার্স (Rogers) এর ভাষায় “Social Change is the process by which alteration occurs in the structure and function of social system”.

 সমাজবিজ্ঞানী জোনস এর মতে, সামাজিক পরিবর্তন এমন একটি শব্দ, যা সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া, ধরন, সামাজিক মিথষ্ক্রিয়া কিংবা সামাজিক সংগঠনের যে কোনো রূপান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও বৈশিষ্ট্য (Nature and Characteristics of Social Change) :

1. বৈচিত্র্যময় : সামাজিক পরিবর্তন বৈচিত্র্যময়। সামাজিক পরিবর্তন কখনো পরিকল্পিত ও একমুখী। আবার কখনো অপরিকল্পিত ও বহুমুখী। এই পরিবর্তন কখনো দীর্ঘস্থায়ী আবার কখনো ক্ষণস্থায়ী। কখনো উন্নতি সূচক ও জনকল্যাণমূলক। আবার কখনো অবনতি সুযোগ ও ক্ষতিকর।

2. পরিবেশ মূলক : সামাজিক পরিবর্তন পরিবেশ মূলক। কারণ সামাজিক পরিবর্তন সংঘটিত হয় প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশে। সামাজিক পরিবর্তন শূন্যস্থানে সম্পাদিত হয় না। মানুষের আচার ব্যবহারের উপর, প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে সামাজিক পরিবর্তন কার্যকর হয় এবং প্রতিক্রিয়া হিসেবে মানুষ তাদের পরিবর্তিত করে।

3. অনিশ্চয়তা পূর্ণ : সামাজিক পরিবর্তন অনিশ্চয়তা পূর্ণ। কারণ সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে আগাম কিছু অনুধাবন করা যায় না। সামাজিক পরিবর্তনের সুনির্দিষ্ট কোন নিয়ম বা ধারা থাকে না।

4. নিরবিচ্ছিন্নতা : সামাজিক পরিবর্তনের ফলে সমাজের স্বাতন্ত্র ও স্বক্রীয়তা বজায় থাকে। প্রত্যেক সমাজের একটি নিজস্ব ধারা থাকে। এই ধারা ব্যাহত হয় না। এই অবস্থাকে মানব সমাজের আপেক্ষিক স্থায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

5. সামাজিক পরিবর্তন ব্যক্তিগত নয় : যে পরিবর্তনের প্রভাব জনজীবনের ওপর পড়ে কেবল সেই পরিবর্তনই সামাজিক পরিবর্তন হিসেবে পরিগণিত হয়। সামাজিক পরিবর্তন হল সামাজিক, ব্যক্তিগত নয়। এই পরিবর্তন সমগ্র জনসম্প্রদায়ের জীবনধারায় পরিলক্ষিত হয়। কোন ব্যক্তির জীবনধারার পরিবর্তন সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয় না।

6. স্বাভাবিক :  সামাজিক পরিবর্তন স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে। কারণ পরিবর্তনই হল প্রকৃতির নিয়ম। সামাজিক পরিবর্তন প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ঘটতে পারে। আবার সমাজস্ত ব্যাক্তিবর্গের সুপরিকল্পিত উদ্দেশ্যের ফলশ্রুতি হিসাবে ও ঘটতে পারে।

7. পরিকল্পিত ও অপরিকল্পিত : সামাজিক পরিবর্তন পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে। সামাজিক পরিবর্তনের দিক ও গতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য মানুষ পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে। আবার সামাজিক পরিবর্তন অপরিকল্পিত হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সংঘটিত পরিবর্তন হল অপরিকল্পিত সামাজিক পরিবর্তন। যেমন- বন্যা, খরা, দুর্ভিক্ষ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে যে পরিবর্তন ঘটে এগুলি অপরিকল্পিত পরিবর্তন।

৪. সার্বজনীন : সামাজিক পরিবর্তন হল একটি সার্বজনীন পরিবর্তন। সকল সমাজেই সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। তবে এর গতি ও মাত্রা ভিন্ন হয়ে থাকে। কোন সমাজে এই পরিবর্তন দ্রুত গতিতে হয়, আবার কোন সমাজে এই পরিবর্তন ধীর গতিতে হয়। বস্তুত কোন সমাজই সম্পূর্ণরূপে স্থিতিশীল নয়। আদিম ও আধুনিক সকল সমাজের ক্ষেত্রেই এ কথা সম্পূর্ণভাবে সত্য৷

আরো পড়ুন

সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান | Factors of Social Change in Bengali

সামাজিক পরিবেশ কাকে বলে | শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে | শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি

Leave a Comment

error: Content is protected !!