জাতীয় উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ | National Policy on Education (NPE) in Bengali

Q: জাতীয় উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ | National Policy on Education (NPE) in Bengali

উত্তর:

জাতীয় উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ

কোঠারি কমিশন তার রিপাের্টের শুরুতেই বলেছেন, ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে (The destiny of India is being shaped in her classroom). কমিশন মনে করেন শিক্ষার সাহায্যে বিভিন্ন জাতীয় সমস্যার সমাধান করা সম্ভব, দেশের উন্নয়ন কে সক্রিয় করে তােলা এবং দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব।

শিক্ষার কাঠামাে :

কোঠারি কমিশন শিক্ষার কাঠামােকে কয়েকটি স্তরে ভাগ করেছেন 

1) প্রাক-প্রাথমিক শিক্ষা : এই স্তরের শিক্ষা কাল হবে 1 থেকে 3 বছরের। শিশুরা তিন থেকে চার বছর বয়সে পৌঁছালে শিক্ষা গ্রহণ শুরু হবে এবং পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত তা চলবে, 

2) প্রাথমিক শিক্ষা : প্রাথমিক শিক্ষা হবে 7 থেকে 8 বছরের। প্রাথমিক শিক্ষাকে আবার দুই ভাগে ভাগ করা হযেছে 

i. নিম্ন প্রাথমিক ও ii. উচ্চ প্রাথমিক

i. নিম্ন প্রাথমিক : নিম্ন প্রাথমিক শিক্ষা হবে 4/5 বছরের 

ii. উচ্চ প্রাথমিক : উচ্চ প্রাথমিক শিক্ষা হবে 3/4 বছরের 

3) মাধ্যমিক শিক্ষা :

• 2/3 বছরের হবে নিম্ন মাধ্যমিক শিক্ষা।

• প্রতিটি শিক্ষার্থীকে 10 বছরের বিদ্যালয় শিক্ষা গ্রহণ করতে হবে। এই দশ বছরের শিক্ষা হবে সাধারণ শিক্ষা, এখানে কোনাে বিশেষীকরণ থাকবে না। 

• প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৫ বছর হতে হবে। 

• 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি শিশু প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে।

3) উচ্চমাধ্যমিক : 

• 2 বছরের সাধারণ শিক্ষা অথবা 1 থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা গ্রহণ করতে হবে।

• উচ্চ মাধ্যমিক স্তরে বিশেষীকরণের সুযােগ থাকবে। 

• এই স্তরের 50% শিক্ষার্থীর পুরাে বা আংশিক সময়ের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাকি 50% ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে সাধারণ শিক্ষার ব্যবস্থা।

4) উচ্চশিক্ষা : 

• প্রথম – স্নাতক স্তর হবে 3 বছরের, দ্বিতীয় – স্নাতকোত্তর স্তর হবে 2 বছরের।

• কোঠারি কমিশন 10+2+3 শিক্ষা কাঠামাের কথা বলেছিলেন।

ভাষানীতি : 

• প্রাক প্রাথমিক ও নিম্ন প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 

• উচ্চ প্রাথমিক এর ক্ষেত্রে থাকবে দুটি ভাষা – মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দী অথবা ইংরেজি। 

• নিম্ন মাধ্যমিক স্তরে থাকবে 3টি ভাষা – মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ছাড়াও থাকবে হিন্দী ও ইংরেজি, যাদের মাতৃভাষা হিন্দী তারা যেকোনাে একটি ভারতীয় ভাষা শিখবে।

• উচ্চ মাধ্যমিক স্তরে দুটি ভাষা থাকবে – একটি আধুনিক ভারতীয় ভাষা ও একটি আধুনিক বিদেশী ভাষা।

বৃত্তি শিক্ষা :

• নিম্ন মাধ্যমিক স্তরের 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% শিক্ষার্থী যাতে বৃত্তি শিক্ষার সুযােগ পায় তার ব্যবস্থা করতে হবে, বাণিজ্য কৃষি ও কারিগরি শিক্ষা বৃত্তি শিক্ষার মধ্যে থাকবে।

• দক্ষ কর্মী সংখ্যা বৃদ্ধির জন্য ITI গুলিতে বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই ধরনের প্রতিষ্ঠান আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

• যারা আর্থিক কারণে বা অন্যান্য কারণে বিদ্যালয়ে পড়াশােনা ছাড়তে বাধ্য হয়েছে তাদের জন্য আংশিক সময়ের বৃত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে।

স্ত্রীশিক্ষা : 

• কমিশন স্ত্রী শিক্ষা প্রসারের জন্য নিম্ন মাধ্যমিক স্তরে বালক-বালিকার অনুপাত 1:2 ও উচ্চ মাধ্যমিক স্তরে 1:3 করার কথা বলেছেন।

• কমিশন বালিকাদের জন্য পৃথক বিদ্যালয় গড়ে তােলার সুপারিশ করেছেন। 

• অধিক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষায় আগ্রহী করে তােলার জন্য প্রয়ােজনে বৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। 

• মহিলারা যাতে বৃত্তি শিক্ষায় উৎসাহিত হয় তার জন্য বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পড়ানাের ব্যবস্থা করতে হবে। 

• অভিভাবক ও শিক্ষার্থীদের বৃত্তি ও কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতন করতে হবে এবং সেই সম্পর্কে তাদের উৎসাহিত করা প্রয়োজন।

কমন স্কুল :

সাধারণ শিক্ষায় সমস্ত বিদ্যালয়কে কমন স্কুল বা সার্বজনীন বিদ্যালয়ের রূপ দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণের সুযােগ পায়। শিক্ষাকে সর্বজনীন ও অবৈতনিক করার উদ্দেশ্যে কমিশন কমন স্কুল এর কথা বলেছেন।

আরো পড়ুন

জনার্দন রেড্ডি কমিটি | Janardhana Reddy Committee or POA 1992 in Bengali

জাতীয় শিক্ষা নীতি 2020 PDF | National Education Policy 2020 in Bengali

নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা কি | বৈশিষ্ট্য | Formal Education In Bengali

সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা | Concept of education in Bengali

প্রথামুক্ত বা নিয়ম-বহির্ভূত শিক্ষা কি | Non-formal Education In Bengali

Leave a Comment

error: Content is protected !!