জাতীয় শিক্ষা নীতি 2020 PDF | National Education Policy 2020 in Bengali

Q: জাতীয় শিক্ষা নীতি 2020 PDF | National Education Policy 2020 in Bengali

Ans:

জাতীয় শিক্ষা নীতি 2020

1) নতুন শিক্ষানীতিতে 12 বছরের স্কুল শিক্ষার পরিবর্তে 15 বছরের কথা বলা হয়েছে। 15 বছরের স্কুল শিক্ষাকে 5 + 3 + 3 + 4 ভাগে ভাগ করা হয়েছে। 

2) প্রথম পাঁচ বছরের মধ্যে হবে দুই বছরের অঙ্গনওয়াড়ি শিক্ষা, প্রথম ও দ্বিতীয় শ্রেণি। এখানে শিক্ষার্থীর বয়স হবে 3 থেকে 4 বছর।

3) তিন বছরের মধ্যে থাকবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা। এখানে শিক্ষার্থীর বয়স হবে 4 থেকে 11 বছর। 

4) পরে তিন বছর হবে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী। শিক্ষার্থীর বয়স হবে 11 থেকে 14 বছর।

5) শেষ চার বছরের মাধ্যমিক শিক্ষাকে দুটো Phase এ ভাগ করা হয়েছে, নবম-দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি। শিক্ষার্থীর বয়স হবে 14 থেকে 18 বছর।

6) নতুন শিক্ষানীতির মূল উদ্দেশ্য হল সমস্ত শিশুদের Early Child Hood Care and Education এর আওতায় নিয়ে আসা। কারণ শিশুদের 85 শতাংশ বুদ্ধির বিকাশ 6 বছরের আগে হয়ে থাকে, অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা হবে নমনীয়, বহুমুখী, খেলা ভিত্তিক, কার্যকলাপ ভিত্তিক, আবিষ্কার ভিত্তিক।

7) প্রথম পাঁচ বছরের শিক্ষাব্যবস্থার মধ্যে , শিক্ষার্থীদের পড়ানাে হবে বর্ণমালা, ভাষা, সংখ্যা গণনা করা, রং, আকৃতি সম্পর্কে ধারণা, Indoor / outdoor playing, puzzle, যুক্তিযুক্ত চিন্তা, সমস্যা সমাধান, ছবি আঁকা, মাটির জিনিস তৈরি করা, সংগীত, ভালাে আচরণ ,নিজস্ব ও পরিবেশ পরিচ্ছন্নতা, দলবদ্ধভাবে কাজ (Team work) এগুলাে শেখানাে হবে। 

8) 2030 সালের মধ্যে এই কর্মসূচিকে কার্যকারী করতে হবে। 

9) 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের অঙ্গনওয়াড়ি শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর, 5 বছরে পড়লে, তাদের কে Preparatory Class (Before Class 1) ভর্তি নেওয়া হবে। 

10) এখানে ECE Qualified টিচার শিশুদের পড়াবেন।

11) অন্যান্য প্রাইমারি শ্রেণীর শিশুদের সাথে Preparatory Class এর শিশুদের Mid Day meal এর ব্যবস্থা থাকবে। ক্লাসে শিশুদের Regular Health checkup, বৃদ্ধি পর্যবেক্ষণ করা হবে। 

12 ) Preparatory Class এ Play School এর থেকে সাধারণ স্কুলের পড়াশুনা শুরু হবে।

13) মিডিল স্টেজে থাকবে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং মানবিকতাবােধ (Humanities)। 

14) High school এ সেমিস্টার নিয়ম চালু হবে।

15) Class 5 পর্যন্ত শিক্ষার্থীদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পড়ানাে হবে। এরপরেও শিক্ষার্থীরা মাতৃভাষায় পড়তে পারে। আর মাতৃভাষায় অন্যান্য বিষয়ের সঙ্গে বিজ্ঞান বিষয়ে উচ্চমানের বইয়ের ব্যবস্থা সরকার করবে। 

16) শিক্ষকদের দ্বি ভাষায় পড়ানাের জন্য উৎসাহিত করা হবে। যেসব জায়গায় পাঠ্যপুস্তক এর ভাষা ও আঞ্চলিক ভাষা আলাদা হবে সেখানে শিক্ষকদের দুটি ভাষা পড়াতে হবে। 

17) যে সব শিক্ষার্থীরা আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণ করে, তাদের Class 6 থেকে গণিত ও বিজ্ঞান দ্বি-ভাষা শিখতে হবে, যাতে তারা ক্লাস নাইনে এসে বিজ্ঞান ও অন্যান্য বিষয় ইংলিশে বলতে পারে, এজন্য দ্বি-ভাষার বই পড়ানাের ব্যবস্থা করা হবে।

18) NEP 2020 কার্যকারী হবে 2022-23 শিক্ষাবর্ষ থেকে। 

19) Class 3, Class 5, Class- 8 এ State School examination হবে ,Class 10 ও Class 12 এ বাের্ড পরীক্ষা হবে।

20) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে NTA এর মাধ্যমে। তবে এটি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়।

21) 2040 সালের মধ্যে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশন বা বহুবিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তােলার লক্ষ্য নিয়ে এগােতে হবে। 

22) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 3000 বা তার বেশি সংখ্যক শিক্ষার্থীর পঠন পাঠনের পরিকাঠামাে তৈরি করতে হবে।

23) ডিগ্রি কোর্স হবে 3 বা 4 বছরের প্রথম বছর কমপ্লিট হওয়ার পর শিক্ষার্থীরা Diploma ডিগ্রী পাবে। দ্বিতীয় বছর কমপ্লিট হওয়ার পর Advance Diploma ডিগ্রি শিক্ষার্থীরা পাবে। তৃতীয় বছর কমপ্লিট হওয়ার পর শিক্ষার্থীরা Bachelors ডিগ্রী পাবে। 

24) যারা 3 বছরের Bachelors ডিগ্নী করবে তাদের জন্য Masters ডিগ্রি হবে 2 বছরের, আর যারা 4 বছরের Bachelors ডিগ্রি করবে তাদের জন্য Masters ডিগ্রি হবে 1 বছরের।

25 ) 5 বছরের Integrated আন্ডারগ্রাজুযেট (UG) ও পােস্ট গ্র্যাজুযেট (PG) প্রােগ্রাম হবে।

26) M. Phil আর থাকছে না। 

27) 2040 সালের মধ্যে প্রত্যেকটি জেলায় কমপক্ষে একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বহু বিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তােলার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

28) 2030 সালের মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম চার বছরের ইন্টিগ্রেটেড B.Ed. ডিগ্রীর কথা বলা হয়েছে।

29) যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে তাদের 2 বছরের B.Ed. ডিগ্রী করতে হবে। যাদের 3 বছরের Bachelors ডিগ্রী রয়েছে এবং দু বছরের Masters ডিগ্রী রযেছে তাদের ক্ষেত্রে এক বছরের B.Ed. ডিগ্রী কার্যকারী হবে সাবজেক্ট টিচার হিসাবে।

30) 1964 সালের কোঠারি কমিশনের সুপারিশে বলা হয়েছিল শিক্ষা খাতে GDP এর 6 শতাংশ ব্যয় করার কথা। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে তা কার্যকর হয়নি। শেষ পাঁচ বছরে শিক্ষা খাতে প্রায় GDP এর 3 শতাংশ ব্যয় করা হয়েছে। বর্তমানে নতুন শিক্ষানীতিতে শিক্ষা খাতে GDP এর 6 শতাংশ ব্যয় করার কথা বলা হয়েছে। UGC ও NCTE মিলে একটি সংস্থা হবে।

31) ভােকেশনাল কোর্স শুরু হবে Class 6 থেকে।

32) Science, Arts, Commerce আলাদা করে কোন বিভাগ থাকছে না, ছাত্রছাত্রীরা তাদের পছন্দমত Subject নির্বাচন করতে পারবে।

জাতীয় শিক্ষা নীতি 2020 PDF Download

1 MB

আরো পড়ুন

জনার্দন রেড্ডি কমিটি | Janardhana Reddy Committee or POA 1992 in Bengali

নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা কি | বৈশিষ্ট্য | Formal Education In Bengali

সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা | Concept of education in Bengali

প্রথামুক্ত বা নিয়ম-বহির্ভূত শিক্ষা কি | Non-formal Education In Bengali

শিশুর বৃদ্ধি ও বিকাশ | Growth and Development of a Child in Bengali

Leave a Comment

error: Content is protected !!