মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি | সমাজবিজ্ঞান কে বিজ্ঞান বলা হয় কেন

Q: মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি | সমাজবিজ্ঞান কে বিজ্ঞান বলা হয় কেন

উত্তর:

মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণ সম্পর্কীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। যা প্রানীর আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতিপ্রকৃতি নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত দেহগত প্ৰক্ৰিয়া গুলির বর্ণনা করে।

যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।

সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুটি বিস্তৃত বিষয়। যা মানুষের সাথে সম্পর্কিত। ‘মনোবিজ্ঞান’ বলতে মানুষের মনকে বোঝায়, অর্থাৎ কোনও ব্যক্তির মস্তিষ্কের ভিতরে কী চলছে, বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ, চিন্তাভাবনা, অনুভূতি এবং মানসিক বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করে।

বিপরীতে, ‘সমাজবিজ্ঞান’ বলতে বোঝায় কোনও গোষ্ঠী বা সমাজে, মানুষের আচরণের ধরণ বিশ্লেষণ করা। যে কারণে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, রীতি ইত্যাদি অনুসরণ করে তা অধ্যয়ন করে। অর্থাৎ, মনোবিজ্ঞান একজন ব্যক্তির “প্রকৃতি” সম্পর্কে, এবং সমাজবিজ্ঞান “লালনপালন” সম্পর্কে, আলোচনা করে।

মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি ?

মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য গুলি হল :

1. মনোবিজ্ঞান হ’ল একজন মানুষের পড়াশোনা, তার অভিজ্ঞতা, মানসিক সুস্থতা এবং আচরণের ধরণগুলির সাথে সম্পর্কিত।

অন্যদিকে, সমাজবিজ্ঞান হ’ল মানব সংস্থার বিজ্ঞান, যা সামাজিক প্রসঙ্গে ব্যক্তির ক্রিয়া অধ্যয়ন করে।

2. মনোবিজ্ঞান একটি বিশেষ বিজ্ঞান। যা একটি পৃথক মন এবং এর ক্রিয়াকলাপগুলি অধ্যয়ন করে, যা সঠিক আচরণের নির্দেশনা দেয় এবং নিয়ন্ত্রণ করে।

সমাজবিজ্ঞান একটি সাধারণ বিজ্ঞান। যেখানে সমাজবিজ্ঞানীরা দল, সমিতি এবং প্রতিষ্ঠানের কাঠামো এবং লোকেরা কীভাবে যোগাযোগ করে তার উপায় বিশ্লেষণ করে।

3. মনোবিজ্ঞান ব্যক্তি সম্পর্কে অধ্যয়ন করে।

সমাজবিজ্ঞান কোনও গ্রুপ বা সোসাইটি সম্পর্কে অধ্যয়ন করে।

4. মনোবিজ্ঞান মন এবং আচরণের বিশ্লেষণ করতে থাকে।

বিপরীতে সমাজবিজ্ঞান সমাজ বা সামগ্রিকভাবে একটি গোষ্ঠীতে একজন ব্যক্তির সামাজিক আচরণ বিশ্লেষণ করে।

5. মনোবিজ্ঞান পরীক্ষামূলক প্রক্রিয়া।

সমাজবিজ্ঞান পর্যবেক্ষণ মূলক প্রক্রিয়া।

6. মনোবিজ্ঞান মানুষের আচরণ অধ্যয়ন করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। মানুষের মন এবং আবেগ নিয়ে কাজ করে।

সমাজবিজ্ঞান সমাজের উৎস, বিকাশ, গঠন, কার্যকারিতা এবং সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কে কাজ করে। 7. মনোবিজ্ঞান ধরে নেয় যে কোনও ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যগুলি তার আচরণকে নিয়ন্ত্রণ করে। বিপরীতভাবে, সমাজবিজ্ঞান ধরে নিয়েছে যে ব্যক্তিরা সমাজের দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়, যা কোনও ব্যক্তির আচরণ পরিচালনা করে।

সমাজবিজ্ঞান কে বিজ্ঞান বলা হয় কেন ?

বিজ্ঞান যে প্রক্রিয়ায় বস্তুজগতের ধর্ম (law of material world) উদঘাটন করে। সমাজবিজ্ঞান একই প্রক্রিয়ায় মানুষের সমাজ জীবনের ধর্ম উদ্ঘাটন করে থাকে। বিজ্ঞান যেমন বস্তুকে প্রয়োগিক ভাবে পর্যবেক্ষণ করে বস্তুর ধর্ম বা বৈশিষ্ট্য নির্ণয় করে এবং বস্তুর মধ্যাকার সম্পর্কের স্বরুপ ও ফলাফল ব্যাখ্য করে, ঠিক তেমনি সমাজবিজ্ঞান প্রয়োগিক এবং বাস্তবিকভাবে পর্যবেক্ষন ও নিরিক্ষনের দ্বারা সমাজ জীবনের ধর্ম নিরুপন করে।

যদিও সমাজবিজ্ঞানে প্রত্যক্ষভাবে মানুষকে গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব নয় | তবুও মানুষের সামাজিক আচরণকে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করা সম্ভব। সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক ও সামাজিক সমস্যার কারণ এবং তার প্রতিকার প্রদান করে থাকে সামাজকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অধ্যায়নের মাধ্যমে। যুক্তি ও বাস্তবিকতার মানদন্ড উত্তির্ণ না হলে বিজ্ঞান যেমন সেটাকে স্বীকার করে না, সমাজবিজ্ঞানও যুক্তি ও বাস্তবিকতা বিবর্জিত কোনকিছুকেই স্বীকৃতি প্রদান করে না। তাই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়।

ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁত (Auguste comte) ১৮৩৯ সালে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। Auguste comte এই বিষয়টিকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়ার জন্য প্রথমে এর নামকরণ করেন Social physics বা সামাজিক পদার্থবিদ্যা। পরে তিনি এই বিষয়টিকে সমাজবিদ্যা বা Sociology বলে অভিহিত করেন। এই ভাবে তার হাত ধরেই সমাজবিজ্ঞানের সূচনা হয়। Sociology কে বাংলায় ‘সমাজবিজ্ঞান’, ‘সমাজবিদ্যা, ‘সমাজতত্ব’ ও বলা হয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক নেইল. জে. স্মেলসার এর মতে, “Sociology is the experience or study base science which is study on society and social relationship”. সমাজবিজ্ঞান হল এমন একটি অভিজ্ঞতা বা গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে।

আরো পড়ুন

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে | শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি

গ্রামীণ সমাজ কাকে বলে | গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য | অবক্ষয়ের কারণ ও প্রতিকার | Rural Society in Bengali

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

শিক্ষা ক্ষেত্রে শিক্ষা-মনোবিজ্ঞানের ভূমিকা | Educational Psychology in Bengali

Leave a Comment

error: Content is protected !!