স্কিনার বক্স কি | What is Skinner Box

Q: স্কিনার বক্স কি | What is Skinner Box
Q: শিখন কৌশলের ক্ষেত্রে স্কিনার বক্স এর ভূমিকা কি ? সংক্ষেপে স্কিনার বক্স এর পরীক্ষাটি বর্ণনা করো?

উত্তর:

স্কিনার বক্স (Skinner Box)

স্কিনার তার পরীক্ষার জন্য বাক্সটি বিশেষ যান্ত্রিক কৌশল প্রয়োগ করে তৈরি করেছিলেন। এই বক্স এর সঙ্গে একটি সরল যান্ত্রিক ব্যবস্থা থাকে। বৈদ্যুতিক যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রাণীর আচরণ রেকর্ড করা হয়। একটা বোতাম বা লিভার থাকে। কোন প্রাণী বোতাম বা লিভার টিতে চাপ দিলে তার সামনে একটি ট্রেতে খাদ্যবস্তু এসে পড়বে। সরল যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রাণী নির্ভুলভাবে কার্য সম্পাদনের জন্য পরীক্ষার মুখোমুখি হয়। 

পরীক্ষার উপকরণ:

স্কিনার তার সক্রিয় অনুবর্তন এর পরীক্ষার জন্য বিশেষ ভাবে প্রস্তুত স্কিনার বাক্স, একটি ট্রেন কিছু খাদ্য এবং কিছু আনুষঙ্গিক উপকরণ নিয়েছিলেন।

পরীক্ষা:

প্রথমত: স্কিনার পরীক্ষার জন্য যে স্কিনার বাক্স তৈরি করেছিলেন সেখানে ক্ষুদার্থ ইঁদুরটিকে প্রবেশ করিয়ে এবং একটা ট্রেতে কিছুটা খাবার দিয়ে দরজা বন্ধ করে দেন। ইঁদুরটির খাদ্য গ্রহণ করে এ ক্ষেত্রে বোতামে চাপ দিয়ে খাদ্যবস্তু আনা হয়নি।

দ্বিতীয়: পরবর্তী দিন ক্ষুদার্থ ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করানো হলো কিন্তু এতে আগে থেকে কোন খাদ্যবস্তু দেয়া হয়নি এক্ষেত্রে স্কিনার নিজে বোতামে চাপ দিয়ে বাইরে থেকে খাদ্য প্রস্তুতিতে আনেন এবং ইঁদুর টি খেয়ে ফেলে। এই পর্যায়ের ইঁদুর বিভিন্ন পরিস্থিতির সঙ্গে পরিচয় করানো হয়। 

তৃতীয়ত: এই পর্যায়ে ইঁদুরটিকে বেশ কিছুদিন খেতে না দিয়ে বাক্সের মধ্যে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে আগে থেকে কোন খাদ্যবস্তু রাখা হয়নি বা স্কিনার বোতামে চাপ দিয়ে বাইরে থেকে কোন খাদ্যবস্তু আনেনি। খাদ্যের আশায় ইঁদুর টি ট্রের দিকে এগিয়ে যায় কিন্তু খাদ্য না পেয়ে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক আচরণ করতে থাকে এবং বোতামে চাপ দিয়ে ফেলে খাদ্যবস্তুর এসে যায় এবং খাদ্য গ্রহণ করে।

চতুর্থত:  এরপর স্কিনার সমগ্র প্রক্রিয়াটি সেই ইঁদুরটিকে নিয়েই পুনরাবৃত্তি ঘটায়। পুনরাবৃত্তি ফলে ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করানো সঙ্গে সঙ্গে লিভারের চাপ দিয়ে খাদ্যবস্তু আনতে সক্ষম হয়েছে অর্থাৎ লিভারে চাপ দেয়া ও খাদ্যবস্তু পাওয়ার মধ্যে ইঁদুরের মধ্যে অনুবর্তন সৃষ্টি হয়েছে।  

সিদ্ধান্ত:

স্কিনারের পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন যে প্রনীরা অনেক সময় কিছু প্রতিক্রিয়া করে যার নির্দিষ্ট উদ্দীপক থাকে না। যেমন ইঁদুর এর ক্ষেত্রে ছিল না।  খাদ্যের প্রত্যাশা থেকে ইঁদুর এর মধ্যে শক্তিদায়ক সত্তা লিভারের চাপ দিতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। পরবর্তীকালে স্কিনার অপারেন্ট শ্রেণীর আচরণগুলোকে R-type অনুবর্তন বলেন কারণ এটি প্রতিক্রিয়া প্রধান অনুবর্তন।

আরো পড়ুন

পিয়াজেঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব | Piaget’s Theory of Cognitive Development

এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব | Eriksons psychosocial devlopment theory in Bengali

অধিবিদ্যা কি | এরিস্টটলের অধিবিদ্যা | দার্শনিক আলোচনায় অধিবিদ্যা | Metaphysics in Bengali

Leave a Comment

error: Content is protected !!