রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | Radhakrishnan commission (1948-49) in Bengali

রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | Radhakrishnan commission (1948-49) in Bengali

উত্তর:

স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন। ১৯৪৮ সালে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে এই কমিশন ভারত সরকার কর্তৃক গঠিত হয়। ড. তারাচাঁদ, ড. জাকির হােসেন, ড. এ লক্ষ্মণ স্বামী মুদালিয়র, ড. মেঘনাদ সাহা, ড. করমনারায়ণ, ড. নির্মল কুমার সিদ্ধান্ত এই কমিশনের সদস্য ছিলেন। এছাড়া এই কমিশনের তিনজন বিদেশি শিক্ষাবিদ সদস্য হল- ড. আর্থার ই মরগ্যান, ড. জেমস এফ ডাফ এবং ড. টি গার্ট। কমিশনের সভাপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামানুসারে এই কমিশন রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত।

রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ :

ভারতে বিশ্ববিদ্যালয়গুলির পাঠক্রম কেমন হওয়া উচিত সে সম্বন্ধে কমিশন কিছু সুপারিশ করেছেন সেগুলি হল :

সাধারণ শিক্ষা কলা ও বিজ্ঞান বিভাগ : 

• সাধারণ শিক্ষায় তত্ব ও ব্যবহারিক উভয় দিকের মধ্যে সমন্বয় রেখে পাঠক্রম রচনা করতে হবে।

• অনার্স কোর্সের শিক্ষার্থীদের এক বছর এবং পাস কোর্সের শিক্ষার্থীরা দুবছর পর মাস্টার ডিগ্রি লাভ করবে। শিক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দমত বিভিন্ন বিষয়ে পড়তে পারে এবং ডিগ্রী লাভ করতে পারে সেরকম পাঠক্রম রচনা করতে হবে।

• ইন্টারমিডিয়েট এবং স্নাতক স্তরে অতিরিক্ত বােঝা কমাতে হবে। 

• পাঠক্রম কে কর্ম কেন্দ্রিক ও উৎপাদনমুখী করতে হবে। সাধারণ শিক্ষা ও বিশেষ শিক্ষার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে।

পেশাগত শিক্ষা :

রাধাকৃষ্ণন কমিশন পেশাগত শিক্ষার ক্ষেত্রে কৃষি, বাণিজ্য, শিক্ষা বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাবিদ্যা – এই দুটি বিষয়ে পাঠক্রম সম্পর্কে সুপারিশ করেছেন।

• কৃষি : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে কৃষি বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখতে হবে। কৃষি মহাবিদ্যালয় গুলির পাঠক্রমের উন্নতি ঘটাতে হবে এবং সেগুলিকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্ত করতে হবে। অধিক সংখ্যক কৃষি খামার তৈরি করতে হবে এবং কৃষি বিষয়ক গবেষণার ওপর নজর দিতে হবে।

• বাণিজ্য : বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যাতে হাতে কলমে কাজ শেখার সুযােগ পায় তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাণিজ্য শিক্ষা যাতে পুথি কেন্দ্রিক না হয় সেদিকে নজর দিতে হবে।

• শিক্ষা বিজ্ঞান : শিক্ষা বিজ্ঞানের পাঠক্রম কে নতুন ভাবে তৈরি করতে হবে। বিদ্যালয়ে শিক্ষাদানের অভিজ্ঞতা অর্জনের জন্য উপযুক্ত বিদ্যালয়ের সাহায্য গ্রহণ করতে হবে।

• কারিগরি ও প্রযুক্তিবিদ্যা : কারিগরি ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে সমস্ত শিক্ষার্থীদের জন্য পাঠক্রম প্রথম বর্ষে একই ধরনের হবে। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পঠনের পাশাপাশি তারা যাতে কাজের অভিজ্ঞতা লাভের সুযােগ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• আইন : আইন নিয়ে পড়তে হলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে তিন বছর স্নাতক কোর্স পাস

করতে হবে। আইন বিষয়ে স্নাতক কোর্সের সময় হবে তিন বছর। শেষ বছরে প্রতিটি শিক্ষার্থীকে কোন এডভােকেটের অধীনে কাজ করে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে।

• চিকিৎসাবিদ্যা : চিকিৎসা শাস্ত্রের অর্ধশতক ও স্নাতক পর্যায়ে কোন গ্রামীণ কেন্দ্রে শিক্ষা গ্রহণ করতে হবে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং কোর্সের ওপর বিশেষ নজর দিতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের জন্য থাকবে চিকিৎসা শাস্ত্রে প্রথম স্নাতক কোর্সে ভেষজ শাস্ত্রের ইতিহাস পড়তে হবে।

শিক্ষার মাধ্যম : কমিশন শিক্ষাদানের জন্য একটি ত্রি ভাষা সূত্রের কথা বলেছেন। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সর্বভারতীয় ভাষা (ইংরেজি ভাষা)।

পরীক্ষা ব্যবস্থা : 

• শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মূল্যায়নের জন্য ফাইনাল পরীক্ষার পাশাপাশি শ্রেণিকক্ষের কার্যাবলীর মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। 

• তিন বছরের স্নাতক পরীক্ষা একসঙ্গে একবার না করে নির্দিষ্ট সময় অন্তর তিনবার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

• ডিগ্রী প্রদানের সময় অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল বিচার করতে হবে।

• বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে পাশের ব্যবস্থা তিনটি ভাগে ভাগ করা হবে, প্রথম বিভাগে কমপক্ষে 70 শতাংশ, দ্বিতীয় বিভাগে 55 শতাংশ এবং তৃতীয় বিভাগে 40 শতাংশ নম্বর পেতে হবে।

• কোন বিষয়ে পরীক্ষক হতে গেলে শিক্ষককে কমপক্ষে পাঁচ বছর ওই বিষয়ে পড়ানাের অভিজ্ঞতা থাকতে হবে।

• ডিগ্রী পরীক্ষায় বহির পরীক্ষক তিন বছরের বেশি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। 

• পেশাগত ডিগ্রী এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় মৌখিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। 

• অনুগ্রহ নম্বর (grace marks) দেওয়ার রীতি বন্ধ করতে হবে।

ধর্ম ও নৈতিক শিক্ষা : 

রাধাকৃষ্ণন কমিশন ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা বিষয়ে কতগুলি সুপারিশ করেছেন – 

• শিক্ষাপ্রতিষ্ঠানগুলােতে শিক্ষাদান শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের কয়েক মিনিট প্রার্থনা বা ধ্যান করতে হবে।

• স্নাতক স্তরের প্রথম বর্ষে বিভিন্ন মহাপুরুষদের জীবনী পাঠের ব্যবস্থা করতে হবে 

• দ্বিতীয় বর্ষে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের জন্য প্রযােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• তৃতীয় বর্ষে ধর্মীয় দর্শনের গুরুত্বপূর্ণ সমস্যা গুলি আলােচনা করার ব্যবস্থা রাখতে হবে।

নারী শিক্ষা : 

কমিশন স্ত্রী শিক্ষা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মেয়েদের সমাজে যথাযােগ্য স্থান হওয়া উচিত। নাগরিক হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের বিশেষ শিক্ষা দিতে হবে। সহশিক্ষা যুক্ত মহাবিদ্যালয়ে মহিলারা যাতে সাচ্ছন্দে পড়াশােনা করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও থাকবে গার্হস্থ্য অর্থনীতি ও গৃহ পরিচালনা প্রভৃতি বিষয়ে পাঠদানের ব্যবস্থা।

ব্যয় নির্বাহ : 

উচ্চ শিক্ষার আর্থিক সাহায্য দানের জন্য কমিশন কিছু সুপারিশ করেছেন – 

• মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নির্মাণের জন্য আর্থিক সাহায্য ও আর্থিক অনুদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• প্রয়ােজনীয় সরঞ্জাম ও আসবাবপত্র কেনার জন্য আর্থিক সাহায্য।

• গ্রন্থাগার উন্নয়ন ও বই কেনার জন্য।

• ছাত্রাবাস পরিচালনার জন্য।

• শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বেতন, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন প্রভৃতির জন্য উপযুক্ত সাহায্যদান।

• গবেষণামূলক কাজ পরিচালনার জন্য ও উচ্চতর গবেষণার জন্য আর্থিক অনুদান।

• মেধাবী ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থ সাহায্যদান।

বিদ্যালয়ের প্রশাসন : 

বিদ্যালয়ের প্রশাসন সম্পর্কিত কমিশন কিছু সুপারিশ করেছেন সেগুলি হল –

• বিশ্ববিদ্যালয় শিক্ষা কেন্দ্র ও রাজ্য সরকার উভযই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে।

• জাতীয় শিক্ষানীতি রুপায়ন, সঠিক পরিকল্পনা, অর্থসংস্থান প্রভৃতি বিষয় কার্যাবলীর ওপর কেন্দ্র সরকারের নজর থাকবে।

• সরকারি মহাবিদ্যালয় গুলিকে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত মহাবিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে।

• বেসরকারি মহাবিদ্যালয় গুলিকে স্বীকৃতি দানের সময় লক্ষ্য রাখতে হবে সেগুলি অনুদান

পাওয়ার যােগ্য কিনা, সেখানে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা। 

• পরিচালন সমিতি গঠন করতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গড়ে ওঠার জন্য নিম্নলিখিত বিষয়গুলি নজর দিতে হবে- পরিদর্শক, আচার্য, উপাচার্য, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বাের্ড অফ স্টাডিজ, ফ্যাকাল্টিজ, ফিনান্স কমিটি, নির্বাচন কমিটি।

আরো পড়ুন

অশোক মিত্র কমিশন | Ashok Mitra Commission 1991-1992

ডেলরস কমিশন কী | Delors Commission (1996)

কোঠারি কমিশন (1964-66) | Indian Education Commission in Bengali

মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ | Kothari Commission (1964-66) in Bengali

জাতীয় উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ | National Policy on Education (NPE) in Bengali

জনার্দন রেড্ডি কমিটি | Janardhana Reddy Committee or POA 1992 in Bengali

জাতীয় শিক্ষা নীতি 2020 PDF | National Education Policy 2020 in Bengali

Leave a Comment

error: Content is protected !!