মনোযোগ কাকে বলে | মনোযোগের প্রকৃতি গুলি কি কি | Attention in Bengali

Q: মনোযোগ কাকে বলে | মনোযোগের প্রকৃতি গুলি কি কি | Attention in Bengali
Q: মনোযোগ বলতে কী বোঝো

উত্তর:

মনােযােগ (Attention) :

মনােযােগ হল এমন একটি মানসিক প্রক্রিয়া, যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্য থেকে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে। 

মনােযােগের সংজ্ঞা : 

• Woodworth মতে, অনেকগুলি উদ্দীপকের মধ্য থেকে কোন একটি বিশেষ উদ্দীপক বেছে নেওয়ার প্রক্রিয়াকে মনােযােগ বলে। 

• মনােবিদ Ross এর মতে, মনােযােগ হল এমন একটি প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবেমনের দরজায় এনে উপস্থিত করে। 

• মনােবিদ Ribot এর মতে, মনােযােগ হল কোন বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া। 

• McDougall এর মতে, যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকে মনােযােগ বলে।

• R.N.Sharma র মতে, মনােযােগ হল একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে পরিবেশের মধ্যে অবস্থিত বহু উদ্দীপকের মধ্য থেকে তার আগ্রহ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশেষ উদ্দীপকটিকে নির্বাচন করতে বাধ্য করে |

মনােযােগের স্বরূপ বা প্রকৃতি : 

1) মানসিক প্রক্রিয়া : মনােযােগ একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা মানুষের মধ্যে সর্বদা বর্তমান থাকে। কোন কিছু জানতে গেলে, বুঝতে গেলে বা বিচার করতে গেলে মনােযােগ এর প্রযােজন হয়।

2) জ্ঞানমূলক প্রক্রিয়া : মনােযােগ এর মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান লাভ করে থাকি। তাই একে জ্ঞানমূলক প্রক্রিয়া বলা হয়। 

3) নির্বাচন ধর্মী : মনােযােগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া। আমাদের চারপাশে অনেক কিছু বিষয় থাকে। তাদের মধ্যে থেকে আমাদের যে বিষয়টি প্রযােজন সেই বিষয়টিকে নির্বাচন করে আমরা তার প্রতি মনােযােগী হই।

4) সংরক্ষণের শর্ত : সংরক্ষণ বা ধারণার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল মনােযােগ। আমরা যে বিষয়ের প্রতি মনােযােগ দেই সেই বিষয়টি আমাদের মনের গভীরে থেকে যায়। আবার যে বিষয়গুলিতে আমরা সঠিকভাবে মনােযােগ দেইনা সেগুলির সমস্ত শর্ত ঠিকঠাক অবস্থায় থাকা সত্বেও আমরা অনেক সময় সেই বিষয়গুলি মনের মধ্যে সংরক্ষণ করতে পারিনা।

5) মনােযােগের ক্ষেত্র সীমিত : মনােযােগের ক্ষেত্র খুব সীমিত এবং সংকীর্ণ। কারণ কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনােযােগ দেওয়া যায়।

6) সঞ্চারণশীল : মনােযােগ অস্থির ও সঞ্চারণশীল। কারণ মনােযােগ এক বস্তু থেকে অন্যত্র চলে যায়। আমরা একটি বিষয়ের ওপর বেশি সময় মনােযােগ রাখতে পারিনা তার পার্শ্ববর্তী বিষয়ে চলে যাই। 

7) ইন্দ্রিয় গত পরিবর্তন : মনােযােগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। আমরা যে বিষয়ের প্রতি মনােযােগী হই সেদিকে আমাদের চোখ কান চলে।

৪) শর্তসাপেক্ষ : মনােযােগ কতগুলি শর্ত বা নির্ধারক দ্বারা পরিচালিত হয়। সঠিকভাবে এগুলিকে প্রয়ােগ করলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের মনােযােগ বৃদ্ধি করা সম্ভব।

9) মনােযােগের নির্ধারক : মনােযােগের সাধারণত দু’ধরনের নির্ধারক রযেছে – i) বস্তুগত ও ii) ব্যক্তিগত। মনােযােগের বস্তুগত নির্ধারক বস্তুর মধ্যে থাকে। যেমন- বস্তুর আকার, অভিনবত্ব ইত্যাদি। ব্যক্তিগত নির্ধারক গুলি ব্যক্তির মধ্যে থাকে। যেমন –আগ্রহ, চাহিদা, প্রেষণা ইত্যাদি।

10) ইচ্ছাধীন মানসিক প্রক্রিয়া : মনােযােগ ব্যক্তির ইচ্ছাধীন একটি মানসিক প্রক্রিয়া ব্যাক্তি ইচ্ছা করলে তবেই কোন একটি বিশেষ দিকের প্রতি মনােযােগ দিতে পারে।

আরো পড়ুন

মনোযোগের শ্রেণীবিভাগ আলোচনা করো | Types of Attention in Bengali

মনোযোগের নির্ধারক কি কি | Determinants of Attention in Bengali

পরিনমন কি | পরিণমনের বৈশিষ্ট্য | শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব কি | Maturation in Bengali

শিখন কি | শিখনের বৈশিষ্ট্য | Characteristics of Learning in Bengali

ব্যক্তিত্ব কি | ব্যক্তিত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Personality in Bengali

গঠনবাদ | শিখনের গঠনবাদ তত্ত্ব | ভিগটস্কির শিখন মতবাদ | Constructivism in Bengali

মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়ার কমিশনের ত্রুটি গুলি কি কি

Leave a Comment

error: Content is protected !!