সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান | Factors of Social Change in Bengali

সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান | Factors of Social Change in Bengali

উত্তর:

সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান

সামাজিক কাঠামোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরকে সামাজিক পরিবর্তন বলে। সামাজিক পরিবর্তন হল একটি জটিল প্রক্রিয়া। সামাজিক পরিবর্তনের কারণ নিহিত থাকে বিভিন্ন উপাদানের মধ্যে। কোন একটি কারণকে সামাজিক পরিবর্তনের কারণ হিসাবে ব্যাখ্যা করা যায় না। সামাজিক পরিবর্তন হয় একাধিক কারণে। প্রতিটি সামাজিক পরিবর্তনের পেছনে একই উপাদান উপস্থিত থাকতে পারে আবার নাও থাকতে পারে। আবার দেশ-কালের পরিপ্রেক্ষিতে উপাদানের পরিবর্তনও ঘটতে পারে। ফলে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নানা বিধব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কোন সমাজের পরিবর্তন ধীরগতিতে হয়। আবার কোন সমাজের পরিবর্তন দ্রুত গতিতে হয়। সমাজ ভেদে সামাজিক পরিবর্তনের গতি ও মাত্রার ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। সামাজিক পরিবর্তনের গতি ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কতগুলি উপাদানের অস্তিত্ব রয়েছে। সেগুলি হল –

সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান (Factors of Social Change) :

1. জৈবিক উপাদান (Biological Factors) : সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হল জৈবিক উপাদান। সামাজিক পরিবর্তনের গতিপ্রকৃতি জনসংখ্যার আয়তন, গঠনবিন্যাস ও প্রকৃতি দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়ে থাকে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জৈবিক উপাদান বলতে জনসংখ্যা সম্পর্কিত কতগুলি বিষয়কে বোঝায়। এই সমস্ত কারণের মধ্যে জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য। জনসংখ্যার আয়তনের পরিবর্তন যেমন সামাজিক পরিবর্তনের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে তেমনি আবার সামাজিক পরিবর্তনও জনসংখ্যার হ্রাস-বৃদ্ধিকে প্রভাবিত করে। জনসংখ্যার আয়তন সমাজ জীবনের বিভিন্ন বিষয়কে প্রভাবিত করে থাকে। যেমন – অর্থনৈতিক অবস্থা, সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ, প্রথা প্রভৃতি। লোকসংখ্যার হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত সামাজিক প্রথা প্রভাব বিস্তার করে তার মধ্যে উল্লেখযোগ্য হল বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতি। এবং জরা-ব্যাধি, মহামারী প্রভৃতি নিরাময় সংক্রান্ত সামাজিক কার্যকলাপ।

2. অর্থনৈতিক উপাদান (Economic Factor) : সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানের গুরুত্ব উল্লেখযোগ্য। অর্থব্যবস্থা হল সমাজ ব্যবস্থার একটি অত্যন্ত প্রয়োজনীয় সংগঠন। তাই একে বাদ দিয়ে সমাজ ব্যবস্থার কথা ভাবা যায় না। অর্থনৈতিক অবস্থা ব্যক্তির জীবনধারা, জীবন দর্শন, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে এই উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়।

বিশিষ্ট সমাজ বিজ্ঞানী Vilfredo Pareto বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়াশীল উপাদান হিসাবে বিশেষ ভূমিকা পালন করে। আবার অর্থনৈতিক উপাদান সমাজে অবস্থিত অন্যান্য ক্রিয়াশীল উপাদানের উপর অনেকখানি নির্ভর করে। অর্থনৈতিক পরিবর্তনের ফলে সমাজের শিল্প, শিক্ষা, কৃষি ও বাণিজ্যের ব্যাপক পরিবর্তন ঘটে, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো দুর্বল হলে শিল্প, শিক্ষা ও বাণিজ্যের উপর ভাটা পড়ে।

3. সামাজিক সংগঠন (Factors of social Organization) : সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক সংগঠন প্রভাব বিস্তার করে। শিল্পায়নের ফলে মানুষ গ্রাম্য সমাজ ছেড়ে শহরে ভিড় জমাচ্ছে। বিভিন্ন সামাজিক সংস্থা, যেমন— পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, চার্চ, মন্দির, মসজিদ, সমিতি ইত্যাদি সামাজিক সংস্থা গুলি বর্তমানে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। সামাজিক সংগঠন গুলির এই পরিবর্তন সামাজিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। এক কথায় সামাজিক সংগঠনের পরিবর্তন সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান।

4. বৈজ্ঞানিক উপাদান (Scientific Factors) : মানব সভ্যতার বিকাশের মূলে রয়েছে বিজ্ঞান। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের জীবন ধারাকে সম্পূর্ণ পরিবর্তন করেছে। যেমন- আগে ছিল রেডিও, তারপর এলো টিভি, কম্পিউটার ইত্যাদি। বিজ্ঞানের ফলে আমাদের সামাজিক সম্পর্কের মধ্যেও পরিবর্তন ঘটেছে। যোগাযোগের মাধ্যম উন্নত হয়েছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানব সভ্যতা কে প্রভাবিত করেছে।

5. সাংস্কৃতিক উপাদান (Cultural Factors) : মানব সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল সংস্কৃতি। সংস্কৃতি হল মানুষের আত্মিক সৃষ্টি। সংস্কৃতিকে সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক পরিবর্তনের উপর মানুষের চিন্তা, ধ্যান-ধারণা, ন্যায় নীতিবোধ, আদর্শ, মূল্যবোধ প্রভৃতি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আবার সংস্কৃতি ও একেবারে স্থিতিশীল নয়। পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যে সংস্কৃতিও বহুবিধ পরিবর্তন সাধন করে। এইভাবেই সংস্কৃতির মাধ্যমে মানব সমাজের গতিশীলতা অব্যাহত থাকে। যুগের পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতির ও পরিবর্তন সাধিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, প্রাচীন ভারতের সমাজ সংস্কৃতি এবং আধুনিক ভারতের সমাজ সংস্কৃতি মোটেই এক নয়।

6. প্রাকৃতিক উপাদান (Natural Factors) : প্রাকৃতিক পরিবেশে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে। এই পরিবর্তন কোন কোন ক্ষেত্রে স্বাভাবিক ভাবে হয়। আবার কোন কোন ক্ষেত্রে মানুষ তার প্রয়োজনে সক্রিয়ভাবে পরিবেশের পরিবর্তন ঘটায়। যেমন – বন্যা, ভূমিকম্প, খরা, ঝড়-বৃষ্টি ইত্যাদি স্বাভাবিক ঘটনা। কিন্তু মানুষ যখন তার নিজেদের প্রয়োজনের তাগিদে গাছপালা কেটে ঘর বাড়ি বানায়, কিংবা নদীতে কৃত্রিম বাঁধ নির্মাণ করে। খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য গ্রীন হাউজ গ্যাসের ব্যবহার করে এর ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে। যার প্রভাব সামাজিক পরিবেশর উপর পড়ে।

সমাজব্যবস্থার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। বস্তুত একাধিক কারণে বা বিভিন্ন উপাদান উপকরণের প্রভাব প্রতিক্রিয়ায় ফলশ্রুতি হিসেবে সামাজিক পরিবর্তন ঘটে। মানব সমাজের বিভিন্ন অংশ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ,সামাজিক পরিবর্তন ঘটে একাধিক উপাদানের সমাবেশে। কোন একক কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়না।

আরো পড়ুন

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে | শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি

Leave a Comment

error: Content is protected !!