জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলি আলােচনা করাে ।
Ans:
1985 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির প্রতিশ্রুতি অনুযায়ী 1986 খ্রিস্টাব্দের 21 এপ্রিল একটি জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়। এর মূল সুপারিশগুলি হল নিম্নরূপ-
(i) শিক্ষার মূলতত্ত্ব এবং ভূমিকাঃ ভারতের সামগ্রিক পার্থিব এবং আধ্যাত্মিক উৎকর্ষের জন্য মৌলিক প্রয়ােজন হল শিক্ষা।
(ii) জাতীয় শিক্ষাব্যবস্থাঃ অঞ্চলজাতিধর্মবর্ণস্ত্রী পুরুষনির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য সমগ্র দেশেই সাধারণ 10+2+3 বছরের শিক্ষাক্রম হবে।
(iii) সমতার জন্য শিক্ষাঃ নতুন শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য হল অসাম্য দূর করা, যারা এতদিন বঞ্চিত হয়ে এসেছে তাদের সবাইকে সমান সুযােগসুবিধা দিয়ে এই অসাম্য দূর করতে হবে। |
(iv) বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠনঃ
১. প্রাক্প্রাথমিক শিক্ষা সঠিকভাবে রূপায়িত করতে হবে।
২. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
৩. মেধাবী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের সুযােগসুবিধা দিতে ‘মডেল স্কুল’ বা ‘নবােদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
৪. বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।
৫. স্বয়ংশাসিত কলেজের সংখ্যা বৃদ্ধি এবং মুক্ত বিদ্যালয়ের প্রসারঘটাতে হবে।
৬. নির্বাচিত ক্ষেত্রে চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ ঘটানাের ব্যবস্থা করতে হবে।
(v) সর্বস্তরের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিঃ এই, উদ্দেশ্যে গতানুগতিকতার অবসান ঘটিয়ে আধুনিকতার ওপর জোর দিতে হবে।
(vi) শিক্ষাব্যবস্থার কার্যকরীকরণঃ শিক্ষকদের অবস্থার উন্নতিসাধন এবং তার সঙ্গে তাদের কর্মদক্ষতার সঠিক মূল্যায়ন করতে হবে।
(vii) শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসঃ
১. শিক্ষার বিষয়সূচির সঙ্গে সাংস্কৃতিক বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে।
২. মূল্যায়ন বােধের শিক্ষাকে শক্তিশালী করতে হবে।
৩. 1986 খ্রিস্টাব্দে ত্রিভাষা সূত্র অনুসরণ করতে হবে।
৪. পুস্তকের গুণগতমানের উন্নতির ওপর গুরুত্ব দিতে হবে।
৫. বহিঃপরীক্ষার প্রাধান্য হ্রাস করে অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হরে, গ্রেডপ্রথা চালু করতে হবে।
(viii) শিক্ষকঃ জেলাভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান DIET স্থাপন করতে হবে।
(ix) শিক্ষার ব্যবস্থাপনাঃ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের (CABE) মূলকাজ হবে শিক্ষার বিকাশ পুনর্বিবেচনা করা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা।
(x) আর্থিক সংস্থানঃ ধীরে ধীরে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এই বরাদ্দ যাতে ছ-শতাংশ ছাড়িয়ে যায় সেদিকে লক্ষ রাখতে হবে।
আরো পড়ুন
শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো
প্রেষণা কি | প্রেষণার সংজ্ঞা দাও | প্রেষণার বৈশিষ্ট্য
বুদ্ধি কি | বুদ্ধির সংজ্ঞা দাও | বুদ্ধির কাজ কি | বুদ্ধির বৈশিষ্ট্য কি