স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ব সম্পর্কে আলোচনা করো

Q: স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ব সম্পর্কে আলোচনা করো ।
Q: সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো ।
Q: বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো ।

Ans:

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ব

ব্রিটিশ মনােবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে তার বুদ্ধির দ্বি-উপাদান তত্ব টি প্রকাশ করেন American Joumal of Psychology তে “General intelligence objectively determined and measured” নামক একটি প্রবন্ধে। তার এই বুদ্ধি সম্পর্কিত তত্বটি সম্পূর্ণ গণিতনির্ভর। স্পিায়ারম্যানের মতে যেকোনাে বৌদ্ধিক কাজের জন্য দু ধরনের মানসিক ক্ষমতার প্রয়ােজন। একটি হল সাধারণ মানসিক ক্ষমতা (General factor বা G) এবং অন্যটি হল বিশেষ মানসিক ক্ষমতা (Special factor বা S)

1) সাধারণ মানসিক ক্ষমতা:

যে মানসিক ক্ষমতা সমস্ত রকমের বৌদ্ধিক কাজের জন্য প্রয়ােজন হয়, তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। 

সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য: 

i) সাধারণ মানসিক ক্ষমতা সহজাত অর্থাৎ শিশু জন্ম সূত্রেই এই ক্ষমতা পেয়ে থাকে। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ক্ষমতার বিকাশ ঘটে।
ii) এটি সার্বজনীন এবং সব ধরনের বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সাধারণ মানসিক ক্ষমতার কমবেশি প্রযােজন হয়।
iii) ব্যক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতার পার্থক্য লক্ষ্য করা যায়।
iv) মনােবিদদের মতে, সাধারণ মানসিক ক্ষমতা প্রকৃতপক্ষে কয়েকটি মৌলিক ক্ষমতার সমষ্টি। যেমন- ভাষাগত ক্ষমতা, সংখ্যাবাচক ক্ষমতা, কল্পনার ক্ষমতা, যুক্তি নির্মাণের ক্ষমতা, বিচার করার ক্ষমতা ইত্যাদি।
v) ব্যাক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতা পরিমাণের দিক থেকে আলাদা। যে ব্যক্তির মধ্যে এর পরিমান যত বেশি হয় তার সাফল্যের সম্ভাবনা তত বেশি।
vi) সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ নয়। অনুশীলনের দ্বারা এই ক্ষমতার বৃদ্ধি করা যায়না। 

2) বিশেষ মানসিক ক্ষমতা:

যে মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়ােজন হয়, তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলে। 

বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য: 

i) ব্যক্তির প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন।
ii) একজন ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ মানসিক ক্ষমতা থাকতে পারে।
iii) বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহযােগী হিসেবে কাজ করে। এককভাবে এই ক্ষমতা কাজ করে না।
iv) বিশেষ মানসিক ক্ষমতা ব্যক্তিকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে সাহায্য করে।
v) বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত ব্যক্তি শিখনের মাধ্যমে এই ক্ষমতা অর্জন করে থাকে।
vi) বিশেষ মানসিক ক্ষমতা পরিবর্তনশীল। 

উপসংহার

স্পিয়ারম্যান একদল ছাত্র ছাত্রীর উপর পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি তাদের একটি বৌদ্ধিক কাজ সম্পন্ন করতে দেন। তিনি পর্যবেক্ষণ করেন যে প্রত্যেকটি বৌদ্ধিক কাজের পেছনে দুটি মানসিক ক্ষমতা রয়েছে। একটি হল সাধারণ মানসিক ক্ষমতা (G) এবং অপরটি হল বিশেষ মানসিক ক্ষমতা (S)। এই দুই মানসিক ক্ষমতার সমন্বয়ে আমরা যেকোনাে বৌদ্ধিক কাজ সম্পন্ন করে থাকি। অর্থাৎ, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের মূল বক্তব্য হল যেকোনাে বৌদ্ধিক কাজ সম্পন্ন করার জন্য দুটি মানসিক ক্ষমতার প্রয়োজন। যেহেতু এখানে দুটি মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে তাই একে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ব বলা হয়। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সাধারণ মানসিক ক্ষমতা জন্মগতভাবেই থাকে আর যে কোন বিশেষ কাজ সম্পাদনের জন্য বিশেষ মানসিক ক্ষমতা ব্যবহার করা হয়। ব্যক্তি যখনই কোনাে মানসিক কাজ করে তখন G এর ভাণ্ডার থেকে কিছু মানসিক ক্ষমতা নেয় এবং S এর ভাণ্ডার থেকে কিছু মানসিক ক্ষমতা নেয়। এই দুটি ক্ষমতা সমন্বয়ে বৌদ্ধিক কাজ সম্পন্ন করে থাকে।

আরো পড়ুন

গেস্টাল্ট মতবাদ কি | গেস্টাল্ট মতবাদের মূল সূত্র বা নীতি

ব্যক্তিত্বের অভীক্ষা বা পরিমাপ | Measurement of Personality in Bengali

Class 8 Bengali 3rd Unit Test Question Paper 2022 PDF

Leave a Comment

error: Content is protected !!