শিশুর বৃদ্ধি ও বিকাশ | Growth and Development of a Child in Bengali

শিশুর বৃদ্ধি ও বিকাশ | Growth and Development of a Child in Bengali

উত্তর:

বৃদ্ধি (Growth)

নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার আয়তন ও উচ্চতা স্বতস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে।

বৃদ্ধির সংজ্ঞা : 

Crow and Crow এর মতে, বৃদ্ধি বলতে শুধুমাত্র দৈহিক উচ্চতা, ওজন ও গঠনের পরিবর্তনকে বােঝায়। Arnold Jones এর মতে, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। যেমন- শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। 

বৃদ্ধির বৈশিষ্ট্য : 

1) বিভিন্ন মনােবিদ মনে করেন বৃদ্ধি বংশধারার উপর নির্ভর করে। আবার অনেকে মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া ফল। 

2) বিভিন্ন বয়সে শিশুর বৃদ্ধির হার বিভিন্ন হয়ে থাকে। একই বয়সে প্রত্যেকটি শিশুর বৃদ্ধির হার আবার বিভিন্ন হয়ে থাকে।

3) ব্যক্তিভেদে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। কিছু শিশুর বৃদ্ধি দ্রুতগতিতে হয়, আবার কোন কোন শিশুর বৃদ্ধি ধীরগতিতে হয়। 

4) জন্মের পর থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধি দ্রুতগতিতে হয়। 

5) আড়াই বছর বয়স থেকে 12 / 13 বছর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির হার কমে যায়। 15 থেকে 16 বছর বয়সে শিশুর দৈহিক বৃদ্ধির হার বেড়ে যায়।

6) বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি ঘটে। 

7) মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়স পর্যন্ত দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে। 

8) উপযুক্ত পরিবেশ ও পুষ্টিকর খাদ্যের উপর বৃদ্ধির হার নির্ভর করে।

9) বৃদ্ধি স্বতঃস্ফূর্ত, তবে বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের ও প্রভাব দেখা যায়।

বিকাশ (Development) 

বিকাশ হল একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে তার বৃদ্ধির সাথে সাথে কর্ম সম্পাদন করতে সাহায্য করে। যেমন, একটি শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে তার দৈহিক বৃদ্ধি ও কর্মক্ষমতার উন্নতি হয়। প্রথম সে দাঁড়াতে পারে তার পরে হাঁটতে পারে। এর থেকে মনে করা হয় যে শিশুটির দৈহিক বিকাশ ঘটেছে।

বিকাশের সংজ্ঞা : 

হারলক বলেছেন, বিকাশ কেবলমাত্র কোন ব্যক্তির দৈহিক পরিমনের মধ্যে সীমিত থাকে না, বিকাশ মূলত পরিণমনের দিকে এগিয়ে যাওয়ার পথ। 

বিকাশের বৈশিষ্ট্য : 

1) নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া : বিকাশ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। একটি শিশুর মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত বিকাশ কোন সময়ই থেমে থাকে না। কেবলমাত্র এর হারের পরিবর্তন ঘটে।

2) বিকাশের পর্যায় গুলি পরস্পর সম্পর্কযুক্ত : শিশুর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ প্রভৃতি পৃথক ভাবে ঘটে না। যেমন, দৈহিক বিকাশ মানসিক বিকাশে সহায়তা করে আবার মানসিক বিকাশ সামাজিক বিকাশে সহায়তা করে। বিকাশের বিভিন্ন পর্যায় গুলি পরস্পর সম্পর্কযুক্ত ও পরস্পর নির্ভরশীল। সামগ্রিকভাবে ব্যক্তিজীবনের ঐক্য বজায় রাখতে সহায়তা করে। 

3) বিকাশ ক্রমপর্যায় অনুসারে ঘটে : বিকাশ একটি নির্দিষ্ট নিয়মে ঘটে শিশুর জীবনে একটি আচরণের পর আরেকটি আচরণ আছে। যেমন- একটা শিশু প্রথমে বসতে পারে, তারপর হামাগুড়ি দেয়, তারপর দাঁড়াতে পারে, তারপর হাঁটতে পারে, সর্বশেষে দৌড়াতে পারে। সুতরাং বিকাশের প্রত্যেকটি ধারা একটি অপরটির উপর নির্ভরশীল। সামঞ্জস্য বজায় রাখা বিকাশের একটি অন্যতম বৈশিষ্ট্য। 

4) বিকাশ সাধারণ থেকে বিশেষ দিকে ঘটে : শিশু যখন কোন কিছু ধরার চেষ্টা করে তখন সে সমস্ত হাতকেই সেই কাজে ব্যবহার করে। পরে হাতের সমস্ত আঙ্গুলগুলি ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙ্গুল দিয়েই সে ধরতে পারে। 

5) ব্যক্তিগত প্রক্রিয়া : বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া ব্যক্তিভেদে বিকাশের হারের পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তি নয় একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হার বিভিন্ন রকম হয়ে থাকে। 

6) লিঙ্গগত পার্থক্য : বিকাশের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয়। মেয়েদের বয়ঃসন্ধিক্ষন ছেলেদের থেকে অনেক আগে ঘটে।

7) বংশগতি ও পরিবেশের প্রভাব : বিকাশ বংশগতি ও পরিবেশের ওপর নির্ভর করে। মানুষের জন্মসূত্রে পাওয়া কিছু ক্ষমতা যেমন বিকাশের সম্ভাবনার কারণ, তেমনি পরিবেশের বিভিন্ন উপাদান এর অবদানও যথেষ্ট। তাই বলা যায় জীবন বিকাশের ধারা বংশগতি ও পরিবেশ পারস্পরিক ক্রিয়ার ফল।

আরো পড়ুন

প্রথামুক্ত বা নিয়ম-বহির্ভূত শিক্ষা কি | Non-formal Education In Bengali

মনোবিজ্ঞান কি | শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক কি | Psychology in Bengali

উডের ডেসপ্যাচ (1854) | 1854 সালে উডের ডেসপ্যাচ এর সুপারিশ | Wood’s Despatch in Bengali

কৈশোরকাল | কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য, চাহিদা | Adolescence in Bengali

পরিনমন কি | পরিণমনের বৈশিষ্ট্য | শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব কি | Maturation in Bengali

Leave a Comment

error: Content is protected !!