শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য | Aims of Educational Psychology in Bengali

শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য | Aims of Educational Psychology in Bengali

উত্তর:

শিক্ষা মনােবিজ্ঞানের লক্ষ্য 

শিক্ষা মনােবিজ্ঞান হল মনােবিজ্ঞানের সেই শাখা যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিকাশের ধারাকে অনুশীলন করে। শিক্ষা মনােবিদদের বিভিন্ন কর্মপরিধি বিশ্লেষণ করলে শিক্ষা মনােবিজ্ঞানের কিছু লক্ষ্য দেখা যায়। সেগুলি হল – 

1) বিভিন্ন বিকাশ প্রক্রিয়া : শিক্ষা মনােবিজ্ঞানের লক্ষ্য হল শিক্ষার্থীর বিভিন্ন ধরনের শিক্ষামূলক আচরণ ও মানসিক বিকাশ সম্পর্কে পরিপূর্ণ তথ্য সংগ্রহ করা। 

2) লক্ষ্য নির্ধারণ : শিক্ষার লক্ষ্য নির্ধারণ করাই হল শিক্ষা মনােবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। শিক্ষাদর্শন শিক্ষার যে আদর্শ নির্ধারণ করে তা পরীক্ষামুলক ভাবে কতটা বাস্তবায়ন সম্ভব তার সঠিক নির্দেশ দান করে শিক্ষা মনােবিজ্ঞান।

3) অভিযােজন প্রক্রিয়া : শিক্ষা মনােবিজ্ঞানের লক্ষ্য হল শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করা, কিভাবে তাদের সমাজের সঙ্গে সার্থক অভিযােজনের উপযােগী করে তােলা যায় সে সম্পর্কে পরীক্ষামূলক জ্ঞানের ভিত্তিতে তাদের সাহায্য করা। 

4) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা : শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা।

5) শিক্ষক-শিক্ষার্থীর কর্মধারা : শিক্ষা মনােবিজ্ঞানের উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করা নয়। শিক্ষকদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের সাহায্য করা। সুচিন্তিতভাবে কৌশল অবলম্বনের সাহায্য করা এবং শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য করা।

6) পরিচলন প্রক্রিয়া : বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা, শিক্ষা পরিকল্পনা রচনা, সময় তালিকা প্রস্তুত, উন্নত শিক্ষন কৌশল প্রয়ােগ ও সাংগঠনিক উন্নতি প্রভৃতি ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাহায্য করা শিক্ষা মনােবিজ্ঞানের অন্যতম লক্ষ্য।

7) শিক্ষণ কৌশল : শিক্ষা মনােবিজ্ঞানের অন্যতম লক্ষ্য হল উন্নত শিক্ষণ কৌশল রচনা করা। যা শিক্ষককে নতুন ধরনের চিন্তাভাবনা এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে। সুচিন্তিত কৌশল অবলম্বনের সাহায্য করবে এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সাহায্য করবে। 

8) আদর্শ ভিত্তিক শিক্ষা : মনােবিজ্ঞান বৈজ্ঞানিক ভিত্তিতে মানুষের শিক্ষাকালীন আচরণের গতিপ্রকৃতি নির্ণয় করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য ব্যাক্তিদের আদর্শের পথে এগিয়ে যেতে সাহায্য করে। শিক্ষা মনােবিজ্ঞান শুধুমাত্র শিক্ষককে সাহায্য করেনা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাকর্মী সকলকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে এবং শিখন ও শিক্ষণ প্রণালীকে উন্নত করতে সাহায্য করে। শিক্ষা মনােবিজ্ঞানের লক্ষ্য কে যথাযথভাবে বাস্তবায়িত করতে পারলে শিক্ষার উদ্দেশ্য সফল হবে এবং শিক্ষার্থী সমাজের সঙ্গে সঠিকভাবে সংগতি বিধান করতে পারবে।

আরো পড়ুন

শিক্ষা ক্ষেত্রে শিক্ষা-মনোবিজ্ঞানের ভূমিকা | Educational Psychology in Bengali

শিশুর বৃদ্ধি ও বিকাশ | Growth and Development of a Child in Bengali

উডের ডেসপ্যাচ (1854) | 1854 সালে উডের ডেসপ্যাচ এর সুপারিশ | Wood’s Despatch in Bengali

কৈশোরকাল | কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য, চাহিদা | Adolescence in Bengali

পরিনমন কি | পরিণমনের বৈশিষ্ট্য | শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব কি | Maturation in Bengali

মনোযোগ কাকে বলে | মনোযোগের প্রকৃতি গুলি কি কি | Attention in Bengali

Leave a Comment

error: Content is protected !!