প্রিয় ছাত্রছাত্রীরা, এই পোস্টে আমরা Class 7 Science 3rd Unit Test Question Paper 2022 নিয়ে আলোচনা করেছি। ২০২২ শিক্ষাবর্ষে তোমরা যারা সপ্তম শ্রেনীতে পড়ছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সপ্তম শ্রেনী পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২ (ফাইনাল পরীক্ষা) এর নমুনা প্রশ্নপত্র উপস্থাপন করা হয়েছে। আশা করি এই প্রশ্নপত্র টি তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ
3rd Unit Test Question Paper 2022
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২২
সপ্তম শ্রেনী
বিষয় – পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান – ৭০ | সময় – ২ ঘণ্টা ৩০ মিনিট
Class 7 Science 3rd Unit Test Question Paper 2022
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে। 1 X 21 = 21
(i) বরফ গলনের লীনতাপ– (a) 0 cal/g (b) 80 cal/g (c) 537 cal/g (d) 100 cal/g
(ii) ঘষা কাচ একটি- (a) স্বচ্ছ মাধ্যম (b) অস্বচ্ছ মাধ্যম (c) ঈষৎস্বচ্ছ মাধ্যম (d) কোনােটিই নয়
(iii) নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়– (a) জাড্যের ধারণা (b) বল পরিমাপের সূত্র (c) ভরবেগের ধারণা (d) কার্যের ধারণা।
(iv) জলের সাহায্যে কোন রােগ ছড়ায় ? (a) কমন কোল্ড (b) আমাশয় (c) প্লেগ (d) ম্যালেরিয়া
(v) CuCl2 যৌগটিতে Cu-এর যােজ্যতা– (a) 3 (b) 2 (c) 1 (d) কোনােটিই নয়।
(vi) রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলা হয়- (a) বিক্রিয়ক (b) বিকারক (c) বিক্রিয়াজাত পদার্থ (d) কোনােটিই নয়।
(vii) খাবার লবণের মূল উপাদান- (a) সােডিয়াম হাইড্রক্সাইড (b) ম্যাগনেশিয়াম ক্লোরাইড (c) ক্যালশিয়াম সালফেট (d) সােডিয়াম ক্লোরাইড
(viii) পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা (a) 108টি (b) 118টি (C) 92টি (d) 26টি।
(ix) ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হল– (a) ভিটামিন B কমপ্লেক্স (b) ভিটামিন C (c) ভিটামিন A (d) ভিটামিন M
(x) একটি সংশ্লেষিত খাদ্য হল- (a) জ্যাম (b) আম (c) মাঝের ঝােল (d) কোল্ড ড্রিংকস।
(xi) কবে ব্রাজিলের রিয়াে-ডি-জেনেইরাে শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? (a) 1990 খ্রিস্টাব্দে (b) 1992 খ্রিস্টাব্দে (C) 1995 খ্রিস্টাব্দে (d) 1993 খ্রিস্টাব্দে
(xii) ভাইরাসের আক্রমণের ফলে কোন্ রােগটি সৃষ্টি হয়? (a) বসন্ত (b) যক্ষ্মা (c) নিউমােনিয়া (d) কলেরা
(xiii) নিম্নলিখিত কোটি জীবাণু? (a) শামুক (b) পক্ষী (c) ব্যাকটেরিয়া (d) স্পঞ্জ
(xiv) পারদের অতিরিক্ত ব্যবহার থেকে কোন রােগের সৃষ্টি হয়? (a) ব্ল্যাকফুট ডিজিজ (b) মিনামাটা (c) ব্ল্যাকলাং (d) স্পন্ডিলাইটিস
(xv) ডিপ্রেশন বা মানসিক অবসাদে কী ধরনের সমস্যা দেখা যায়? (a) বানান মনে রাখে না (b) একই কাজ বারবার করে (c) রেগে গিয়ে ভাঙচুর করে (d) অসহায় বােধ করে
(xvi) ড. জেনার কোন রােগের টিকা আবিষ্কার করেন? (a) বসন্ত (b) প্লেগ (c) কলেরা (d) ফাইলেরিয়া
(xvii) তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু- (a) তাপ গ্রহণ করে (b) তাপ বর্জন করে (c) তাপ গ্রহণ বা বর্জন করে না (d) উষ্মতা গ্রহণ করে।
(xviii) আলাে গমন করে- (a) সরলরেখায় (b) বক্ররেখায় (c) যে-কোনাে রেখায় (d) বৃত্তাকার পথে।
(xix) দ্রুতির- (a) কেবল মান আছে (b) কেবল দিক আছে (c) মান ও দিক উভয়ই আছে (d) কোনােটিই নয়।
(xx) নিউট্রনবিহীন একটি পরমাণু হল– (a) অক্সিজেন পরমাণু (b) হাইড্রোজেন পরমাণু (c) নাইট্রোজেন পরমাণু (d) হিলিয়াম পরমাণু
(xxi) লােহিতকণিকার হিমােগ্লোবিনের কাছে কোন্ ধাতুর আয়ন অপরিহার্য? (a) ক্যালশিয়াম (b) আয়রন (c) সােডিয়াম (d) জিংক
2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও। 1 x 14 = 14
(i) উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে।
(ii) একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ দাও।
উত্তরঃ একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ হল চন্দ্র।
(iii) নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখাে।
উত্তরঃ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
(iv) বস্তুর সরণের হারকে কী বলে?
উত্তরঃ বস্তুর সরণের হারকে বেগ বা গতিবেগ বলে।
(v) পরমাণুর কোন অংশে প্রােটন ও নিউট্রন অবস্থান করে ?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে প্রােটন ও নিউট্রন অবস্থান করে।
(vi) ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী?
উত্তরঃ ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা।
(vii) কোন অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়?
উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়।
(viii) আমাদের দেহ তরলের প্রধান উপাদান কী?
উত্তরঃ আমাদের দেহ তরলের প্রধান উপাদান জল।
(ix) ভিটামিন C-এর রাসায়নিক উপাদান কী?
উত্তরঃ ভিটামিন C এর রাসায়নিক উপাদান অ্যাসকরবিক অ্যাসিড।
(x) লােহিত রক্তকণিকায় থাকা একটি প্রােটিনের নাম লেখাে।
উত্তরঃ লােহিত রক্তকণিকায় থাকা একটি প্রােটিন হলাে হিমােগ্লোবিন।
(xi) খাদ্যের কোন কোন উপাদান শক্তি সরবরাহ করে?
উত্তরঃ কার্বোহাইড্রেট, প্রােটিন ও ফ্যাট শক্তি সরবরাহ করে।
(xii) শূন্যস্থান পূরণ করাে: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে _________ বলে।
উত্তরঃ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে।
(xiii) আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হল _________।
উত্তরঃ আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হল জলবায়ু।
(xiv) প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্যমাত্রা হল _________।
উত্তরঃ প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্যমাত্রা হল 0.05mg
3. সংক্ষিপ্ত উত্তর দাও। 2 x 7 = 14
(i) হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বােধ হয় কেন?
উত্তরঃ স্পিরিট উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে। ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়। তাই হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয়।
(ii) প্রতিবিম্ব কাকে বলে?
উত্তরঃ কোনাে বিন্দু উৎস থেকে আগত অপসারী। আলােকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনাে বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনাে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
(iii) খাদ্য লবনের রাসায়নিক নাম ও সংকেত লেখ?
উত্তরঃ খাদ্য লবনের রাসায়নিক নাম সােডিয়াম ক্লোরাইড এবং এর রাসায়নিক সংকেত হলাে NaCl.
(iv) ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তরঃ 1. ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক। 2. ভিটামিন দৈনিক অল্প মাত্রায় প্রয়ােজন হয়।
(v) ডিটারজেন্ট কী?
উত্তরঃ ডিটারজেন্ট হল একটি কৃত্রিম জৈব যৌগ। এটি হল লম্বা শৃঙ্খলযুক্ত বেঞ্জিন সালফিউরিক অ্যাসিডের একটি সােডিয়াম লবণ। এর জামা-কাপড় পরিস্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
(vi) গ্লোবাল ওয়ার্মিং কী?
উত্তরঃ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলাে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলাে হলাে কার্বনডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরােফ্লুরাে কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাষ্প প্রভৃতি উল্লেখযােগ্য।
(vii) কিউলেক্স ও এডিস মশা কোন্ কোন্ রােগ ছড়ায়?
উত্তরঃ কিউলেক্স মশা ফাইলেরিয়া ও এনকেফালাইটিস রােগ ছড়ায়। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রােগ ছড়ায়।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 x 7 = 21
(i) সাইকেল চালাতে চালাতে প্যাডেল করা বন্ধ করে দিলেও সাইকেল সঙ্গে সঙ্গে না-থেমে বেশ খানিকটা এগিয়ে যায় কেন?
উত্তরঃ সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না। কারণ, গতিজাড্যের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়। ফলে সাইকেল আরও কিছুদূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায়।
(ii) অ্যাসিডের ধর্মগুলি উল্লেখ করাে।
উত্তরঃ 1. অ্যাসিডের ধর্ম হলাে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করা। 2. অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। 3. সব অ্যাসিড কমবেশি অল্প স্বাদ যুক্ত।
(iii) খাদ্যতন্তুর প্রয়ােজনীয়তা কী?
উত্তরঃ 1.খাদ্যতন্তু মল ত্যাগে সাহায্য করে। 2. তন্তু সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।
(iv) পাস্তুরাইজেশন কাকে বলে?
উত্তরঃ খাদ্যপণ্য, বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়ােগে এ কাজটি করা হয়।
(v) তিনটি ভেজালের নাম করাে এবং সেগুলি কোনখাদ্যে মেশানাে হয়?
উত্তরঃ 1.মেটানিয়াল ইয়ােলাে- গুড়াে হলুদ ও লাড়ুতে মেশানাে হয়। 2. ম্যাল্যাকাইন গ্রীন- উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদি রং করতে ব্যবহৃত হয়। 3. আজিনােমােটো- চাওমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদ আনার জন্য মেশানাে হয়।
(vi) ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতির একটি করে উদাহরণ দাও।
উত্তরঃ
ঘূর্ণন গতিঃ নাগরদোলার গতি
বৃত্তাকার গতিঃ ঘড়ির কাটার গতি।
মিশ্র গতিঃ সাইকেলের চাকার গতি।
(vii) পরমাণুর নিউক্লিয়াস কি কি কণা দ্বারা গঠিত? একটি প্রােটনের ভর ইলেকট্রনের ভরের কত গুন?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত কণিকা প্রােটন এবং তড়িৎ নিরপেক্ষ কণিকা নিউট্রন দ্বারা গঠিত। একটি প্রােটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ।
আরো পড়ুন
Class 7 English 3rd Unit Test Question Paper 2022 PDF With Answer
Class 7 History (ইতিহাস) 3rd Unit Test Question Paper 2022 PDF
Class 7 Bengali (বাংলা) 3rd Unit Test Question Paper 2022 PDF
Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) 3rd Unit Test Question Paper 2022 PDF
Class 7 Geography (ভূগোল) 3rd Unit Test Question Paper 2022 PDF
Class 7 Mathematics (গণিত) 3rd Unit Test Question Paper 2022 PDF