Class 7 Geography 3rd Unit Test Question Paper 2022 PDF | সপ্তম শ্রেনী ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এই পোস্টে আমরা Class 7 Geography 3rd Unit Test Question Paper 2022 নিয়ে আলোচনা করেছি। ২০২২ শিক্ষাবর্ষে তোমরা যারা সপ্তম শ্রেনীতে পড়ছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সপ্তম শ্রেনী ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২ (ফাইনাল পরীক্ষা) এর নমুনা প্রশ্নপত্র উপস্থাপন করা হয়েছে। আশা করি এই প্রশ্নপত্র টি তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ

3rd Unit Test Question Paper 2022

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২২

সপ্তম শ্রেনী

বিষয় – ভূগোল

পূর্ণমান – ৭০ | সময় – ২ ঘণ্টা ৩০ মিনিট


Class 7 Geography 3rd Unit Test Question Paper 2022

১। সঠিক উত্তরটি নির্বাচন করােঃ 1 x 16 = 16 

(i) উৎস থেকে মােহানা পর্যন্ত যে-খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর- (অববাহিকা / উপত্যকা / উৎস) বলে। 

(ii) ভারতের ছােটোনাগপুরের মালভূমি এক ধরনের – (পর্বতবেষ্টিত / মহাদেশীয় / ব্যবচ্ছিন্ন) মালভূমির উদাহরণ। 

(iii) জলে আর্সেনিক অধিক মিশ্রণে মানুষের যে রােগ হয়, তা হল— (ফুয়ােরােসিস / ব্ল্যাকফুট / মিনামাটা)

(iv) যেসব অঞল শক্ত পাথরে ভরতি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাকে- (আর্গ/ হামাদা/ রেগ) বলে। 

(v) পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর (বদ্বীপ / খাঁড়ি/ মিয়েন্ডার) দেখা যায়।

(vi) ইউরােপ মহাদেশের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হল— (ভলগা / নিপার / দানিয়ুব)। 

(vii) পৃথিবীর মােট জলের মধ্যে সমুদ্রের নােনা জলের পরিমাণ— (95% / 96%/ 97%)। 

(viii) হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য— (রটারডাম / আমস্টারডাম / দি হেগ) পৃথিবীবিখ্যাত। 

(ix) এঁটেল বা কাদামাটির দানা (সুক্ষ্ম / স্থূল / মাঝারি)। 

(x) ‘পুনঃরপ্তানিকারক বন্দর’ বলা হয়— (রুঢ় / লন্ডন / পােল্ডার)-কে। 

(xi) জীবাশ্ম দেখা যায়- (আগ্নেয় শিলায় / পাললিক শিলায় / রূপান্তরিত শিলায়)। 

(xii) নীলনদের- (উচ্চ অববাহিকায়/ নিম্ন অববাহিকায় / বদ্বীপ অঞ্চলে) প্রচুর লম্বা আঁশের তুলাের চাষ হয়। 

(xiii) হাজার হ্রদের দেশ বলা হয়- (নেদারল্যান্ডকে / ফিনল্যান্ডকে / ল্যাপল্যান্ডকে)। 

(xiv) সুমেরুবৃত্তের অক্ষাংশ— (23½° উত্তর / 66½° উত্তর / 66½° দক্ষিণ / 90° উত্তর)। 

(xv) দুটো পর্বতচূড়ার মাঝখানের নীচু খাতের মতাে অংশকে— (পর্বতগ্রন্থি / পর্বতশ্রেণি / পার্বত্য উপত্যকা) বলে। 

(xvi) প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য— (সমান / অসমান / সমান্তরাল)। 

২। নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

২.১ শূন্যস্থান পূরণ করাে: 1 x 5 = 5

(i) লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। 

(ii) গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাটান বলে। 

(iii) নদীর দু-ধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে।

(iv) ইউরােপের নাতিশীতােয় তৃণভূমি স্টেপ নামে পরিচিত। 

(v) বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। 

২.২ স্তম্ভ মেলাও: 1 x 5 = 5 

বামদিকডানদিক
(i) অন্তর্বাহিনী নদী(a) বিমানবন্দর
(ii) ক্যাডমিয়াম দূষণ(b) ভঙ্গিল পর্বত
(iii) আল্পস(c) লুনি
(iv) আইসল্যান্ড(d) ইতাই-ইতাই
(v) হিথরাে(e) ক্র্যাফলা

উত্তর: (i) অন্তর্বাহিনী নদী – (c) লুনি 

(ii) ক্যাডমিয়াম দূষণ – (d) ইতাই-ইতাই 

(iii) আল্পস – (b) ভঙ্গিল পর্বত 

(iv) আইসল্যান্ড – (e) ক্র্যাফলা 

(v) হিথরাে – (a) বিমানবন্দর 

২.৩ একটি বাক্যে উত্তর দাও: 1 x 4 = 4

(i) পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম লেখাে। 

উত্তর: পৃথিবীর বৃহত্তম বাঁধ হলাে মিশরের উচ্চ আসােয়ান বাঁধ। 

(ii) GPS-এর পুরাে নাম কী? 

উত্তর: GPS-এর পুরাে নাম হল Global Positioning System. 

(iii) ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখাে। 

উত্তর: ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলবুর্জ। 

(iv) ব্যাসল্ট কী ধরনের শিলা? 

উত্তর: ব্যাসাল্ট আগ্নেয় শিলা। 

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনাে চারটি) 2 x 4 = 8 

(i) আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখাে। 

উত্তর: 

আগ্নেয় শিলাপাললিক শিলা
আগ্নেয় শিলায় কোন স্তর থাকে না।পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়ে থাকে।
আগ্নেয় শিলায় কোন জীবাশ্ম দেখা যায় না।পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়।

(ii) রুঢ় শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এখানকার প্রধান খনিজ সম্পদ কোনটি? 

উত্তর: জার্মানির রাইন ও তার দুই উপনদী রূঢ় ও লিপের সংযােগস্থলে গড়ে উঠেছে রূঢ় শিল্পাঞ্চল। এখানকার প্রধান খনিজ সম্পদ কয়লা। 

(iii) সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? 

উত্তর: বদ্বীপ গঠনের জন্য কতকগুলি অনুকূল অবস্থা প্রয়ােজন হয়, যেমন – (a) সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে। (b) নদীর মধ্য দিয়ে অধিক শিলাচূর্ণ বহন হতে হবে। (c) সমুদ্রস্রোতের অপসারণ ক্ষমতা অপেক্ষা নদীর সঞ্চয় হার অধিক হতে হবে। (d) অগভীর সমুদ্র হতে হবে। 

যে সমস্ত নদীর মােহনায় এই সব অনুকূল অবস্থা থাকে না সেসব নদীর মােহনায় বদ্বীপ গড়ে ওঠে না। 

(iv) বহুমুখী নদী পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য লেখাে। 

উত্তর: 

1) জলসেচের প্রসারঃ নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। 

2) বন্যা নিয়ন্ত্রণঃ কোন কোন বহুমুখী নদী পরিকল্পনায় বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 

(v) ইউট্রোফিকেশন কাকে বলে? 

উত্তর: নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষি কাজে ব্যবহারের ফলে, সেই সব কৃষিজমি থেকে সার গুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিক ভাবে জন্মায় ও বৃদ্ধি পায় এবং পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। 

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনাে চারটি) 3 x 4 = 12 

(i) অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে।

উত্তর: 

অপসূরঃ 4ঠা জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে।

অনুসূরঃ 3রা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনুসুর অবস্থান বলে। 

(ii) কৃষিক্ষেত্র এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে কীভাবে জলদূষণ হয়? 

উত্তর: কৃষিক্ষেত্রঃ চাষের খেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে, নদীতে মিশে জল দূষিত করে।

তেজস্ক্রিয় পদার্থঃ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ গুলি মূলত ভূগর্ভে প্রােথিত করা হয়, যা ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সাথে মিশ্রিত হয়ে ভৌমজলকে দূষিত করে দেয়। আবার বর্তমান সময়ে পারমানবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা গুলি সমুদ্র পৃষ্ঠে করা হয়, যার দরুন সমুদ্রের জল দূষিত হয়ে পড়ে। 

(iii) নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখ। 

উত্তর:

নিত্যবহ নদীঅনিত্যবহ নদী
সারা বছর ধরেই নদীগুলিতে জলের যােগান থাকে।সারা বছর ধরে নদীগুলিতে জলের যােগান থাকে না।
নদীর মােট প্রবাহপথের অধিকাংশই নৌ-চলাচলযােগ্য হয়।নদীর মােট প্রবাহপথের অধিকাংশই নৌ-চলাচলের অযােগ্য হয়।
অধিকাংশ নিত্যবহ নদীই যথেষ্ট দৈর্ঘ্যবিশিষ্ট ও স্রোতস্বিনী হয়।অধিকাংশ অনিত্যবহ নদীই অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যবিশিষ্ট হয়।

(iv) অ্যাস্থেনােস্ফিয়ার কী? 

উত্তর: শিলামণ্ডলের নিচে ১০০ থেকে ২০০ কিলােমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমন্ডলের যে অংশের পদার্থ সমূহ প্রচণ্ড তাপ ও চাপের ফলে পিচের মতাে অর্ধতরল অবস্থায় রয়েছে, তাকে

অ্যাস্থেনােস্ফিয়ার বলে। 

(v) মাটি সৃষ্টির যে-কোনাে তিনটি নিয়ন্ত্রক সম্পর্কে আলােচনা করাে। 

উত্তর: 

1. জলবায়ুঃ মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে প্রধান উপাদান হল জলবায়ু। জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। উষ্ণতা ও বৃষ্টিপাত- জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। 

2. জীবজগৎঃ জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির অন্যতম সক্রিয় নিয়ন্ত্রক বা সক্রিয় উপাদান। মৃত্তিকা সৃষ্টিতে এই জীবজগৎ বলতে উদ্ভিদ, প্রাণী ও জীবাণু বা অনুজীবের কথা বলা হয়েছে। 

3. ভূপ্রকৃতিঃ ভূ-প্রকৃতি মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। ভূমির ঢাল, উচ্চতা, ঢালের অভিমুখ, ঢালের প্রকৃতি প্রভৃতি ভূ-প্রকৃতিগত বিষয় মাটি গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 5 x 4 = 20 

(i) চিত্র-সহ নদীর উচ্চপ্রবাহে গড়ে ওঠা ভূমিরূপের বিবরণ দাও অথবা, চিত্র-সহ স্তুপ পর্বত এবং আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া আলােচনা করাে। 

(ii) জলদূষণ প্রতিরােধে তুমি কী কী করতে পার সে সম্পর্কে তােমার মতামত দাও। 

(iii) ইউরােপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা, উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে আলােচনা করাে। 

(iv) জনজীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব সম্পর্কে আলােচনা করাে।

আরো পড়ুন

Class 7 English 3rd Unit Test Question Paper 2022 PDF With Answer

Class 7 History (ইতিহাস) 3rd Unit Test Question Paper 2022 PDF

Class 7 Bengali (বাংলা) 3rd Unit Test Question Paper 2022 PDF

Class 7 Science (পরিবেশ ও বিজ্ঞান) 3rd Unit Test Question Paper 2022 PDF

Class 7 Geography (ভূগোল) 3rd Unit Test Question Paper 2022 PDF

Class 7 Mathematics (গণিত) 3rd Unit Test Question Paper 2022 PDF

Leave a Comment

error: Content is protected !!