প্রিয় ছাত্রছাত্রীরা, এই পোস্টে আমরা Class 7 Bengali 1st Unit Test Question Paper 2024 নিয়ে আলোচনা করেছি। ২০২৪ শিক্ষাবর্ষে তোমরা যারা সপ্তম শ্রেনীতে পড়ছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সপ্তম শ্রেনী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ -এর সিলেবাস, নম্বর বিভাজন এবং সাজেশন উপস্থাপন করা হয়েছে। আশা রাখছি এই আর্টিকেল টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ
1st Unit Test Question Paper 2024
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2024
সপ্তম শ্রেনী
বিষয় – বাংলা
পূর্ণমান – ১৫ | সময় – ৩০ মিনিট
Class 7 Bengali 1st Unit Test Question Paper 2024 PDF
সিলেবাস :
সাহিত্যমেলা: ছন্দে শুধু কান রাখো, পাগলা গনেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
মাকু: ১ম ও ২য় অধ্যায়
ভাষাচর্চা: বাংলা ভাষার শব্দ
নম্বর বিভাজন :
MCQ (1 MARK) | SAQ (1 MARK) | 2 MARK | TOTAL | |
গদ্য | 1 × 1 = 1 | 1 × 1 = 1 | 1 × 2 = 2 | 4 |
কবিতা | 1 × 1 = 1 | 1 × 1 = 1 | 1 × 2 = 2 | 4 |
ব্যাকরণ | 1 × 2 = 2 | 1 × 3 = 3 | – | 5 |
সহায়ক পাঠ | – | 1 × 2 = 2 | – | 2 |
TOTAL | 4 | 7 | 4 | 15 |
সাজেশন :
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো একটি)। 1×1=1
১.১ ‘পাগলা গণেশ’ একটি বিষয়ক গল্প (ক) বিজ্ঞান (খ) কল্পবিজ্ঞান (গ) রূপকথা
উত্তরঃ (খ) কল্পবিজ্ঞান।
১.২ রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন্ বিষয়টি শুরু করেন? (ক) পুতুল তৈরি (খ) অয়েল পেন্টিং (গ) ওরিয়েন্টাল আর্ট
উত্তরঃ (খ) অয়েল পেন্টিং
২. অতিসংক্ষেপে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1×1=1
২.১ কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তা জানা যায় না কেন?
উত্তরঃ কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলা বজ্রঘাতে ভেঙে যাওয়ার জন্য ওখানে কি ছিল তা জানা যায় না।
২.২ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কী বলেছিলেন ?
উত্তরঃ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কী বলেছিলেন পৃথিবী যে উচ্ছন্নে গেল।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)। 2×1=2
৩.১ “একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন” – ‘বেকুব’ শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন?
উত্তরঃ ‘বেকুব’ শব্দের অর্থ হল ‘বোকা’।
• একদিন খোকন দেখল, আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে। কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইল। কিন্তু দেখল, হাতি নেই, হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড়ো কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল।
৩.২ “তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? ” – এ কথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন?
উত্তরঃ এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে, তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায়, আর পড়তে ইচ্ছে করে তাহলে পড়বে।
৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো একটি)। 1×1=1
৪.১ “সেই ধন্য নরকুলে, ” – (ক) যার অনেক অর্থ আছে (খ) যার বংশ উচ্চ (গ) লোকে যাকে মনে রাখে
উত্তরঃ (গ) লোকে যাকে মনে রাখে
৪.২ কবিকে নীল রং ধার দিতে চায়— (১) চড়ুই (২) আকাশ (৩) ইঁদুর (৪) মাছরাঙা
উত্তরঃ (৪) মাছরাঙা
৫. অতিসংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)। 1×1=1
৫.১ কারা ভুবনটাকে চিনবে?
উত্তরঃ যারা কান পেতে আর মন দিয়ে সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে।
৫.২ কবির নিজেকে ‘বঙ্গভূমির দাস’ বলার মধ্য দিয়ে কোন্ মনোভাবের পরিচয় মেলে?
উত্তরঃ দেশমাতার প্রতি কবির পরম শ্রদ্ধার মনোভাবের পরিচয় মেলে।
৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)। 2×1=2
৬.১ কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে?
উত্তরঃ কবি যখন ছবি আঁকতে বসেন তখন তিনটি শালিক ঝগড়া থামিয়ে দেয় আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে, শিল্পী-কবি যেন তাঁর ছবিতে তাদের রাখে। আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। একইসঙ্গে রং- তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে।
৬.২ “কিচ্ছুটি নয় ছন্দহীন।”— ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন, তা বিশ্লেষণ করো।
উত্তরঃ ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি অজিত দত্ত ঝড়-বৃষ্টিতে, জ্যোৎস্না রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতের ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেল গাড়ির চাকার শব্দে, নৌকা জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাবার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন।
৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) 1×2=2
৭.১ সোনা-টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে?
উত্তরঃ সোনা-টিয়া কালিয়ার বনে প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে এসেছে।
৭.২ জাদুকর সোনা-টিয়াকে কী দিয়েছিল?
উত্তরঃ জাদুকর সোনা-টিয়াকে গলায় রেশমি ফিতে বাধা দুটি খরগোশ দিয়েছিল।
৭.৩ মাকুর চাবি কত দিনের জন্য দেওয়া হয়েছিল?
উত্তরঃ মাকুর চাবি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য দেওয়া হয়েছিল।
৮. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×2=2
৮.১ ‘পোর্তুগিজ’ শব্দ হল – (ক) পেয়ারা (খ) ময়দা (গ) লুচি
উত্তরঃ (ক) পেয়ারা
৮.২ যে-সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ
বদলেছে, তাকে বলা হয়— (ক) তৎসম শব্দ (খ) অর্ধতৎসম শব্দ (গ) তদ্ভব শব্দ
উত্তরঃ (খ) অর্ধতৎসম শব্দ
৯. নীচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×3=3
৯.১ মিশ্র শব্দের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ খ্রিষ্টাব্দ = খ্রিষ্ট (বিদেশি) + অব্দ (তৎসম)
জলহওয়া = জল (তৎসম) + হাওয়া (বিদেশি)
৯.২ তৎসম শব্দ কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষার শব্দ ভান্ডারে অবিকৃতভাবে প্রবেশ করেছে তাদের তৎসম শব্দ বলে।
৯.৩ ‘হাত” শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
উত্তরঃ হস্ত > হখ > হাত
আরো পড়ুন
আরো পড়ুন
আরো পড়ুন