সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject Matter of Sociology

Q: সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject Matter of Sociology
Q: সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

উত্তর:

সমাজবিজ্ঞানের পরিধি :

বিজ্ঞানের যে শাখা সমাজের গঠনপ্রণালী, পরিবর্তনশীলতা এবং সামাজিক কাঠামো সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।

1) সামাজিক কর্মকাণ্ড : সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের ভাল-মন্দ বিচার করা হয়। মিলসের মতে, আমাদের ব্যাক্তি জীবন এবং সমাজের ইতিহাস ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এর একটিকে বাদ দিয়ে অন্যটিকে বোঝা সম্ভব নয়। আমাদের জীবন প্রভাবিত হয় সামাজিক কর্মকাণ্ড দ্বারা।

2) সামাজিক সম্পর্কের অনুশীলন : সমাজে অবস্থিত বিভিন্ন মানুষের বা ব্যক্তির মধ্যে যে সামাজিক সম্পর্ক রয়েছে তার যথাযথ অনুসন্ধান ও অনুশীলন করা সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

3) সামাজিক পরিবর্তনশীলতা : সমাজ পরিবর্তনশীল। প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটছে। ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটছে সমাজে বসবাসকারী মানবজাতির আচার, ব্যবহার, রীতিনীতি, জীবনযাত্রা সকল বিষয়ের পরিবর্তন ঘটছে।

4) সামাজিক সচলতা : সামাজিক সচলতা বা গতিশীলতা বলতে বোঝায় সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের পদমর্যাদাগত পরিবর্তনকে। শিক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধার ফলে মানুষের যে পদমর্যাদাগত পরিবর্তন হয় তা সামাজিক সচলতার অন্তর্গত। এই বিষয় সম্পর্কে যাবতীয় আলোচনা হয় সমাজবিজ্ঞানে। তাই সামাজিক সচলতা সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

5) সামাজিক নিয়ন্ত্রণ : সমাজে যে সমস্ত রীতিনীতি ও আচার-অনুষ্ঠান রয়েছে সেগুলিকে সুসংঘবদ্ধ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা কে সামাজিক নিয়ন্ত্রণ বলে। সমাজ বিজ্ঞানীদের মতে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কতগুলি আচার অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নির্ধারিত।

6) সামাজিক স্তরবিন্যাস : সামাজিক স্তরবিন্যাস হল এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজে বসবাসকারী মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়।

• সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্স বলেছেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের মানুষের বিভাজন। এ বিভাজনের ভিত্তি হচ্ছে সমাজে বিদ্যমান অর্থনৈতিক অবস্থা।

7) সামাজিক আদর্শ : সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হিসাবে সামাজিক আদর্শের অবদান রয়েছে। সামাজিক আদর্শ ছাড়া কোন জাতি, উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেনা।

৪) সমাজের সামগ্রিক বিষয়ে আলোচনা : মানুষের কার্যকলাপ এবং মানুষের সাংগঠনিক প্রতিভা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলি সমাজবিজ্ঞানের পরিধিকে অত্যন্ত ব্যাপকতর করে তুলেছে।

সমাজবিজ্ঞানের বিষয়বস্তু :

1) ঐতিহাসিক সমাজবিজ্ঞান : সমাজের উৎপত্তি ও ঐতিহাসিক বিকাশ তথা আদি সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে থাকে ঐতিহাসিক সমাজবিজ্ঞান।

2) সামাজিক প্রতিষ্ঠান : মানুষ তার নিজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, পারিবারিক, শিক্ষামূলক, বিনোদনমূলক ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যধারা, উৎপত্তি ও সমাজের উপর এদের প্রভাব এসবই সমাজবিজ্ঞানের বিষয়বস্তু।

3) পারিবারিক সমাজতত্ব : পরিবারের উৎপত্তি, বিকাশ এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং পরিবারের সমস্যা সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞান।

4) গ্রামীণ ও নগর সমাজতত্ব : গ্রামীণ সমাজতত্ত্ব গ্রামীণ সমাজ কাঠামো, গ্রামীণ সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। আর নগর সমাজতত্ত্ব নগর সমাজ কাঠামো, নগর সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে।

5) সামাজিক পরিবেশ : জন্মের পর প্রত্যেকটি মানুষ একটি সামাজিক পরিবেশেই বেড়ে ওঠে। মানুষের জীবন ধারণের জন্য একটি সুস্থ সামাজিক পরিবেশ অপরিহার্য। তাই সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা, নিয়ম-কানুন তৈরি করা ইত্যাদি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু।

6) সামাজিক জনবিজ্ঞান : সমাজ জনসংখ্যার সমষ্টি। জনসংখ্যার ঘনত্বের ওপর ভিত্তি করে সমাজ কাঠামোর পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজবিজ্ঞান জনসংখ্যা তম, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বৃদ্ধি এবং তার ওপর সামাজিক প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করে।

7) সাংস্কৃতিক সমাজতত্ব : বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির উদ্ভব, ক্রমবিকাশ এবং সমাজ জীবনে তার প্রভাব সম্পর্কে সমাজবিজ্ঞান বিচার বিশ্লেষণ করে।

আরো পড়ুন

পিয়াজেঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব | Piaget’s Theory of Cognitive Development

এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব | Eriksons psychosocial devlopment theory in Bengali

অধিবিদ্যা কি | এরিস্টটলের অধিবিদ্যা | দার্শনিক আলোচনায় অধিবিদ্যা | Metaphysics in Bengali

প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও পাঠক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ

শিক্ষার পরিধি গুলি আলোচনা করো

শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

শিক্ষা কি | শিক্ষার ধরন | শিক্ষার বুৎপত্তিগত অর্থ | শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদ ও দার্শনিকদের অভিমত

Leave a Comment

error: Content is protected !!