Q: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of Indian Constitution
Q: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি ?
Q: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলি কি কি
Q: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলি আলোচনা করো
উত্তর:
মৌলিক অধিকার কি ?
মৌলিক অধিকার হল দেশের সকল নাগরিকদের জন্মগত অধিকার, যেগুলি ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে একান্ত অপরিহার্য, যা সংবিধানের মাধ্যমে নাগরিকগণ লাভ করে থাকে।
প্রকৃতপক্ষে মৌলিক অধিকার সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি। কিন্তু মৌলিক অধিকার গুলি ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশে জন্য অপরিহার্য বলে বিবেচিত হলেও এই অধিকার গুলি কোনোটিই সীমাহীন বা অবাধ নয়। কোন ক্ষেত্রে সংবিধান নিজে এবং কিছু ক্ষেত্রে পার্লামেন্ট এই অধিকার গুলির উপর বাধা-নিষেধ আরোপ করতে সক্ষম।
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ :
ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের অন্তর্গত ১২ – ৩৫ নং ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
ভারতীয় মূল সংবিধানে মোট 7 টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। 1978 সালে 44 তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকার টিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি। এই অধিকার গুলি হল-
• সাম্যের অধিকার (Right to equality) ১৪-১৮ নং ধারা
• স্বাধীনতার অধিকার (Right to freedom ) ১৯ – ২২ নং ধারা
• শোষণের বিরুদ্ধে অধিকার (Right against exploitation) ২৩ ২৪ নং ধারা
• ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to freedom of religion) ২৫-২৮ নং ধারা
• সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and educational rights) ২৯ – ৩০ নং ধারা
• সংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to constitutional remedies) ৩২-৩৫ নং ধারা
(১) সাম্যের অধিকার (Right to equality):
ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নম্বর ধারায় সাম্যের অধিকার গুলি বর্ণনা করা হয়েছে –
১৪ নং ধারা: আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়া।
১৫ নং ধারা: জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, স্ত্রী-পুরুষ নির্বিশেষে রাষ্ট্র কোন নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না।
১৬ নং ধারা: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান অধিকার।
১৭ নং ধারা: অস্পৃশ্যতার বিলোপ সাধন করা।
১৮ নং ধারা: সামরিক কিংবা শিক্ষা বিষয়ক উপাধি ছাড়া অন্য কোন উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে ।
(২) স্বাধীনতার অধিকার (Right to freedom):
ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার গুলি বর্ণনা করা হয়েছে –
১৯ নং ধারায় ৬ প্রকার অধিকার উল্লেখ রয়েছে। সেগুলি হল
i. স্বাধীনভাবে বাক ও মতামত প্রকাশের অধিকার।
ii. শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার।
iii. সংঘ, সমিতি বা সমবায় সমিতি গঠন করার অধিকার।
iv. ভারতের সর্বত্র স্বাধীনভাবে যাতায়াত করার অধিকার।
V. ভারতের যেকোনো অংশে থাকা বা বসতি স্থাপনের অধিকার।
vi. যেকোনো বৃত্তি পেশা বা ব্যবসা-বাণিজ্য করার অধিকার।
২০ নং ধারা: দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা।
২১ নং ধারা: জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
২২ নং ধারা: অবৈধ গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণের অধিকার।
(৩) শোষণের বিরুদ্ধে অধিকার (Right against exploitation ):
গণতন্ত্রের সবথেকে বড় শত্রু হল শোষণ। শোষণ থেকেই আসে বৈষম্য। যা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান বাধা। তাই ভারতীয় সংবিধানের প্রনেতারা সংবিধানের ২৩ ও ২৪ নম্বর ধারা দুটির মাধ্যমে শোষণের বিরুদ্ধে অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
২৩ নং ধারা: মানুষ ক্রয়-বিক্রয়, বেগার খাটানো, বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রম দানে বাধ্য করা দণ্ডনীয় অবরোধ বলে ঘোষণা করা হয়েছে।
২৪ নং ধারা: ১৪ বছরের কম শিশুদের কোন কারখানা খনি বা অন্যান্য কোন বিপদজনক কাজে নিযুক্ত করা যাবে না।
(৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to freedom of religion) :
ভারতীয় সংবিধানের ২৫, ২৬, ২৭ এবং ২৮ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার গুলি উল্লেখ রয়েছে। সেগুলি হল-
২৫ নং ধারা: প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম গ্রহণ, ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে।
২৬ নং ধারা: ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা।
২৭ নং ধারা: কোন বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি অথবা রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহী জন্য কোন ব্যক্তিকে কোন প্রকার কর প্রদান করতে বাধ্য করা যাবে না।
২৮ নং ধারা: শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধকরণ।
(৫) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and educational rights) :
২৯ নং ধারা: ভারতীয় ভূখণ্ডে বা তার কোন অংশে বসবাসকারী নাগরিকদের নিজ নিজ ভাষা, লিপি এবং সাংস্কৃতি সংরক্ষণ করার অধিকার রয়েছে।
৩০ নং ধারা: ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুর সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তি নিজের পছন্দ অনুযায়ী শিক্ষায়তন প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে। সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত কেবল এই কারণে সরকারি সাহায্যের ব্যাপারে কোন বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
(৬) সংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to constitutional remedies) :
মৌলিক অধিকার গুলি যথাযথ কার্যকর করার জন্য এবং মৌলিক অধিকার গুলির পবিত্রতা রক্ষা করার জন্য সংবিধানে যে অধিকার গুলি লিপিবদ্ধ হয়েছে তাকেই বলে সংবিধানিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকার কোনভাবে ক্ষুন্ন হলে নাগরিকগণ সংবিধানের ৩২ নং ধারা অনুযায়ী অনুসারে সুপ্রিম কোর্টের কাছে এবং ২২৬ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের কাছে আবেদন করতে পারে।
আরো পড়ুন
রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্য গুলি লেখো
আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে | আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য
ডেভিড হেল্ড এর গণতন্ত্র মডেলটি আলোচনা করো | David Held’s Model of Democracy
ভারতের অধস্তন আদালতের কার্যাবলী | Functions of Subordinate Courts in India
সমাজ কাকে বলে | What is Society in Bengali
সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change
সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি