আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে | আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য

আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে | আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য

উত্তর:

আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে ?

সমাজ বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য শাখা হলো আন্তর্জাতিক সম্পর্ক। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হলেও এর কোন সুসংবদ্ধ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এর কারণ হলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন। 

অধ্যাপক পামার ও পার্কিন্সের মতে, বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক মনুষ্যজীবন তাদের কার্যকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। 

অধ্যাপক নিকোলাস স্পাইকম্যানের মতে, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বসবাসকারী ব্যক্তিবর্গের সম্পর্ক নিয়ে আলোচনা করে।

হার্টম্যানের মতে, আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। 

এই সকল সংজ্ঞা বিশ্লেষণ করে আন্তর্জাতিক সম্পর্কের একটি যুক্তিপূর্ণ সংজ্ঞা দেওয়া যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি শাস্ত্র যা বিভিন্ন রাষ্ট্র, আন্তর্জাতিক সংগঠন, বহুজাতিক সংস্থা, স্বার্থগোষ্ঠী প্রভৃতির আন্তঃসম্পর্ক এবং জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন দিক যথা কূটনীতি, বিশ্বশান্তি, জনমত, রাজনৈতিক মতাদর্শ প্রভৃতি নিয়ে আলোচনা করে। ;

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য :

অনেকেই আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় দুটিকে সমর্থক মনে করেন। যেমন মর্গেন্থাও ‘আন্তর্জাতিক সম্পর্ক’ শব্দটির পরিবর্তে ‘আন্তর্জাতিক রাজনীতি’ শব্দ-দু’টি ব্যবহারের পক্ষপাতী। 

আবার, জোসেফ ফ্রাঙ্কেন বিশ্বরাজনীতি কথাটি ব্যাবহার করেছেন। এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী শ্লেচার এর মন্তব্যটি উল্লেখযোগ্য। তিনি বলেছেন যেসব লেখক আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিকে সমর্থক মনে করেন তারা সার্থকভাবে শব্দদুটির সংজ্ঞা দেন না। তারা রাজনীতিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বা ক্ষমতার লড়াই বলে মনে করেন। এর থেকে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি এক নয়। এদের মধ্যে পার্থক্য রয়েছে। যথা – 

ক) আলোচনার পরিধিগত পার্থক্য: আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি আন্তর্জাতিক রাজনীতির থেকে ব্যাপক। আন্তর্জাতিক রাজনীতির সবকিছু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে পড়ে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশমাত্র হল আন্তর্জাতিক রাজনীতি। এই জন্য বলা হয় আন্তর্জাতিক রাজনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের একটি উপবিষয়।

খ) বিষয়বস্তুগত পার্থক্য: আন্তর্জাতিক রাজনীতি বিশ্বসমাজের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সব ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অধ্যাপক পামার ও পারকিনস এর মতে আন্তর্জাতিক রাজনীতি কথাটি সঙ্কীর্ণ অর্থে ব্যবহৃত হয়। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়।

উপসংহার:

উপরের আলোচনা থেকে স্পস্তভাবে বোঝা যাচ্ছে যে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি কখনই এক জিনিস নয়। শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আন্তর্জাতিক রাজনীতির তুলনায় ব্যাপক।

আরো পড়ুন

ডেভিড হেল্ড এর গণতন্ত্র মডেলটি আলোচনা করো | David Held’s Model of Democracy

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of Indian Constitution

ভারতের অধস্তন আদালতের কার্যাবলী | Functions of Subordinate Courts in India

সমাজ কাকে বলে | What is Society in Bengali

সামাজিক পরিবর্তন কি | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Social Change

সমাজবিজ্ঞান | Sociology শব্দের অর্থ | সমাজবিজ্ঞানের সংজ্ঞা | সমাজবিজ্ঞানের প্রকৃতি

Leave a Comment

error: Content is protected !!