Q: ব্যক্তিত্ব কি | ব্যক্তিত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Personality in Bengali
Q: ব্যক্তিত্ব কাকে বলে
Q: ব্যক্তিত্বের সংজ্ঞা দাও
Q: ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
উত্তর:
ব্যক্তিত্ব (Personality)
ব্যক্তিত্ব বলতে সাধারণত আমরা বুঝি ব্যক্তির সেই বৈশিষ্ট্য যার দ্বারা সে অন্য ব্যক্তির থেকে পৃথক। ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনােবিজ্ঞানীরা বলেছেন, ব্যক্তিত্ব হল সেই বৈশিষ্ট্য যা একই ধরনের বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে একই অবস্থায় ভিন্ন ধরনের প্রতিক্রিয়া করায়।
ব্যক্তিত্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Personality’| ‘Personality’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘Persona’থেকে। ‘Persona’ শব্দের অর্থ হল মুখােশ’। প্রাচীন গ্রিস দেশের অভিনেতারা নাটক করার সময় মুখােশ পরতেন। মুখােশের মাধ্যমে অভিনেতা তাদের চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরতেন। অভিনেতাদের এই মুখােশ পরাকে Persona বলা হত।
ব্যক্তিত্বের সংজ্ঞা :
মনােবিদ Woodworth ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ব্যক্তিত্ব হল ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি।
মনােবিদ Watson এর মতে, উদ্দীপক জীবদেহের উপর ক্রিয়া করার জন্য যে, প্রতিক্রিয়া দেখা দেয় সেই প্রতিক্রিয়ার সমষ্টিই হল ব্যক্তিত্ব।
মনােবিদ Boring এর মতে, ব্যক্তিত্ব হল ব্যক্তির পরিবেশের সঙ্গে এক বিশেষ ধরনের সঙ্গতিপূর্ণ অভিযােজন।
মনােবিদ McDougall এর মতে, ব্যক্তিত্ব কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া ছাড়া কিছুই নয়।
মনােবিদ অলপাের্ট এর মতে, ব্যক্তিত্ব মানুষের অন্তঃস্থিত দৈহিক-মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন যা পরিবেশের সঙ্গে তার অভিনব অভিযােজন নির্ধারণ করে।
মনােবিদ Munn তার ব্যক্তিত্বের সংজ্ঞায় বলেছেন, বিশেষ করে সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য ব্যক্তির গঠন, আচরণের ধরন, আগ্রহ, ভাবভসি, ক্ষমতা, সামর্থ্য এবং প্রবনতার বিশেষ সংহতি বা ঐক্য হল ব্যক্তিত্ব।
ব্যক্তিত্বের বৈশিষ্ট্য :
1) ব্যক্তিত্ব আচরণের নির্ধারক : যে আত্মসচেতন জীব নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন এবং নিজের আচরণের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে, তিনিই ব্যাক্তি। সুতরাং আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাই ব্যক্তিত্বের মূল ভিত্তি। তাই ব্যক্তিত্বকে আচরণের নির্ধারক বলা হয়।
2) ব্যক্তিত্ব সহজত ও অর্জিত : ব্যাক্তি যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কতগুলি সুপ্ত সম্ভাবনা থাকে। তার এই সুপ্ত সম্ভাবনা গুলিকে বাঅর্জিত করতে সাহায্য করে ব্যক্তির দৈহিক-মানসিক সংগঠন। যখন পরিবেশের বিভিন্ন শক্তির উপর ক্রিয়ার ফলে ব্যক্তির অন্তর্নিহিত শক্তি, সহজাত প্রবৃত্তি, প্রবণতা এবং পরিবেশের শক্তির মধ্যে যে পারস্পারিক প্রতিক্রিয়া হয় তার ফলেই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
3) ব্যক্তিত্ব গতিশীল : ব্যক্তিত্ব স্থির বা নিশ্চল নয়। ব্যক্তিত্ব ক্রমবর্ধমান ও গতিশীল। কারণ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতি বিধানের জন্য ব্যক্তির ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে। ব্যক্তিত্বের লক্ষ্যই হল পরিবেশের সঙ্গে অভিযােজন করা। তাই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযােজন এর জন্য ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন দেখা যায়।
4) ব্যক্তিত্ব একটি সংগঠন : ব্যক্তিত্ব হল একটি সংগঠন। কেবলমাত্র ব্যক্তির সহজাত ও অর্জিত গুণাবলীর যােগফলই ব্যক্তিত্ব নয়। ব্যক্তিত্ব হল এগুলির সমন্বয়। এই সমন্বয় যখন একটি সাংগঠনিক রূপ পায় তখন তাকে ব্যক্তিত্ব বলা হয়।
5) অভিযােজন মুলক : ব্যক্তির আগ্রহ, প্রবণতা, চিন্তা, অনুভূতি, কামনা, বাসনা প্রভৃতি মানসিক বৈশিষ্ট্যের সঙ্গে দৈহিক বৈশিষ্ট্য গুলি ঐক্যবদ্ধ হযে একটি সুসামঞ্জস্য রূপ লাভ করে। যা ব্যক্তিকে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে অভিযােজন করতে সাহায্য করে।
6) ব্যক্তিত্বের স্বাতন্ত্র্যতা : প্রতিটি ব্যক্তি এক বিশেষ ব্যক্তি এবং এই হিসাবে তিনি অদ্বিতীয়। অন্য কারাে সঙ্গে তার তুলনা করা হয় না।অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির মধ্যে নিজস্বতা দেখা যায়। বিভিন্ন ব্যক্তির মধ্যে সাধারণ সংরক্ষণ বা সত্তা থাকলেও তা সমন্বযের ফলে যে সংগঠন তৈরি হয় তার মধ্যে পার্থক্য থাকে। যা ব্যাক্তির আচরণের মধ্যে প্রকাশ পায়। এজন্য একই পরিস্থিতিতে দুজন ব্যক্তি দু’ভাবে প্রতিক্রিয়া করে এবং এই প্রতিক্রিয়ার ফলে দুজন ব্যক্তি যে অভিজ্ঞতা সঞ্চয় করে তার মধ্যেও পার্থক্য দেখা যায়।
7) ব্যক্তিত্ব সমাজের ওপর নির্ভরশীল : ব্যক্তির ব্যক্তিত্ব সমাজের ওপর নির্ভরশীল। কারণ ব্যক্তির ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে সামাজিক পরিবেশের মধ্যে। সমাজের আচার-ব্যবহার, রীতিনীতি, ভাবধারা, কৃষ্টি প্রভৃতি সামাজিক উপাদানই ব্যক্তিত্ব সৃষ্টি করে।
আরো পড়ুন
ব্যক্তিত্বের অভীক্ষা বা পরিমাপ | Measurement of Personality in Bengali
শিখন কি | শিখনের বৈশিষ্ট্য | Characteristics of Learning in Bengali
গঠনবাদ | শিখনের গঠনবাদ তত্ত্ব | ভিগটস্কির শিখন মতবাদ | Constructivism in Bengali
মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়ার কমিশনের ত্রুটি গুলি কি কি
লর্ড কার্জনের শিক্ষানীতি | Lord Curzon-Educational Policy in Bengali
শিক্ষণ কি | শিক্ষনের প্রকৃতি ও বৈশিষ্ট্য | What is Teaching | Nature and Characteristics of Teaching