প্রিয় ছাত্রছাত্রীরা, এই পোস্টে আমরা Class 5 Bengali 1st Unit Test Question Paper 2024 নিয়ে আলোচনা করেছি। ২০২৪ শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম শ্রেনীতে পড়ছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পঞ্চম শ্রেনী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ -এর সিলেবাস, সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র উপস্থাপন করা হয়েছে। আশা রাখছি এই আর্টিকেল টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ
1st Unit Test Question Paper 2024
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2024
পঞ্চম শ্রেনী
বিষয় – বাংলা
পূর্ণমান – ১০ | সময় – ২০ মিনিট
Class 5 Bengali 1st Unit Test Question Paper 2024 PDF
সিলেবাস :
সাহিত্যমেলাঃ গল্পবুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা।
ভাষাপাঠঃ সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা।
Suggestion (SET – 1) :
১. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো (যে-কোনো দুটি)। ১ × ২ = ২
(ক) গল্পবুড়ো ছোটোদের তল্পিটা- দেখতে/ওলটাতে/খুঁজতে/ঘাঁটতে বলেছেন
উত্তরঃ দেখতে
(খ) হাবু পায়রা পোষে একশোটি/দেড়শোটি/তিনশোটি/চারশোটি
উত্তরঃ দেড়শোটি
(গ) বিমলার অভিমান হয়েছে—পায়েস/ছানা/ক্ষীর/মাখন কম পাওয়ার জন্য
উত্তরঃ ক্ষীর
২. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি)। ১ × ২ = ২
(ক) কোন্ নদীর আদিবাসী নাম দরংগাড়া?
উত্তরঃ ডুলং নদীর আদিবাসী নাম দরংগাড়া।
(খ) হাবু কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তরঃ হাবুর থানায় বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল।
(গ) “শীতের ভোরে সত্বরে;”-‘সত্বরে” শব্দটির অর্থ কী?
উত্তরঃ ‘সত্বরে শব্দটির অর্থ হল তাড়াতাড়ি।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো একটি)। ২ × ১ = ২
(ক) গাঁয়ের নাম হাতিঘর হল কেন?
উত্তরঃ মোতিবাবুর পূর্বপুরুষেরা যখন গাঁয়ের জমিদার ছিলেন তখন তাদের হাতি পোষার শখ ছিল, তাই গাঁয়ের নাম হাতিঘর দেওয়া হয়।
(খ) “এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।”—কেমন করে শীতকাল কাটল?
উত্তরঃ যখম হওয়া হাঁস এবং তার সঙ্গী হাঁসটির দেখাশোনা করতে করতে সারা শীতকাল জোয়ানদের কেটে গেল।
৪. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো (যে-কোনো দুটি)। ১ × ২ = ২
(ক) নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দিখি কাল — নিম্নরেখ পদটি হল – বিশেষ্য/বিশেষণ/অব্যয়।
উত্তরঃ বিশেষণ
(খ) ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো: ___________ আগামী সপ্তাহে বেড়াতে যাবেন। (তুমি/তুই/সে/তিনি)
উত্তরঃ তিনি
(গ) ক্রিয়াপদকে ভাগ করা হয়— তিন/চার/পাঁচ/ছ-ভাগে।
উত্তরঃ চার
৫. নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও (যে-কোনো দুটি)। ১ × ২ = ২
(ক) সন্ধিবিচ্ছেদ করো : বৃষ্টি, সংবাদ
উত্তরঃ বৃষ্টি – বৃষ্+তি
সংবাদ – সম্+বাদ
(খ) অকর্মক ক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন- সুরজ পড়াশোনা করছে।
(গ) ক্রিয়ার নীচে দাগ দাও: “পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।”
উত্তরঃ কই
Suggestion (SET – 2) :
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ × ৩ = ৩
(ক) রূপকথার গল্পে যেটি থাকে না—(দত্যি-দানব/ পক্ষীরাজ/ রাজপুত্তুর/উড়োজাহাজ)।
উত্তরঃ উড়োজাহাজ
(খ) এক রকমের হাঁসের নাম হল –(সোনা/কুনো/কালি/বালি) হাঁস।
উত্তরঃ বালি
(গ) হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা – (175/150/170/25)।
উত্তরঃ ১৭৫
২. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি)। ১ × ৩ = ৩
(ক) “এখন গ্রামে ইস্কুল, তবু…” ”–বক্তা কে?
উত্তরঃ বক্তা হলো অন্ধ মানুষ ভজন ভুক্তা।
(খ) হাবু মনের দুঃখে সারা দিন-রাত কাকে ডাকে?
উত্তরঃ হাবু মনের দুঃখে সারা দিন-রাত ভগবানকে ডাকে।
(গ) ‘এতোয়া’ শব্দটির অর্থ কি?
উত্তরঃ ‘এতোয়া’ শব্দটির অর্থ হলো রবিবার।
(ঘ) গল্পবুড়ো কাদের শত্রু ভেবেছেন?
উত্তরঃ শীতের সকালে যে গল্পবুড়োর রূপকথার গল্প শুনতে আসবে না তাদের শত্রু ভেবেছেন।
৩. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। ১ × ২ = ২
(ক) থা রূ ক প
উত্তরঃ থা রূ ক প = রূপকথা
(খ) দি সী আ বা
উত্তরঃ দি সী আ বা = আদিবাসী
৪. সন্ধি বিচ্ছেদ করো। ১ × ২ = ২
(ক) আচ্ছাদন
উত্তরঃ আচ্ছাদন – আ+ছাদন
(খ) উচ্চারণ
উত্তরঃ উচ্চারণ – উৎ + চারণ
Suggestion (SET – 3) :
১. সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। ১ × ৪ = ৪
(ক) ডুলং নদী মিশেছে — (দামোদর/অজয়/সুবর্ণরেখা/মাতলা) নদীর সঙ্গে।
উত্তরঃ সুবর্ণরেখা
(খ) হাবুর বড়দা ঘরে পোষেন — কুকুর/বেড়াল/ছাগল/পায়রা।
উত্তরঃ বেড়াল
(গ) ‘বিচ্ছেদ’ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হয় — বি+ছেদ / বিচ্+ছেদ / বিঃ+ছেদ / বিচ্ছে+দ৷
উত্তরঃ বি + ছেদ
(ঘ) ‘মৃন্ময়’ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হয়—মৃন্+ময় / মৃত্+ময় / মীন্+ময় / মৃৎ+ময়।
উত্তরঃ মৃৎ + ময়।
২. পূর্ণবাক্যে উত্তর দাও । ১ × ৪ = ৪
(ক) “মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল।”—শিশু রবীন্দ্রনাথের সেই ‘ওয়েসিস’ আসলে কী?
উত্তরঃ শিশু রবীন্দ্রনাথের সেই ‘ওয়েসিস’ আসলে জলের কল।
(খ) “দু-ধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো”—“ছাইয়ের নুড়ো’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তরঃ ‘ছাইয়ের নুড়ো’ বলতে বিমলাকে বোঝানো হয়েছে।
(গ) অকর্মক ক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে ক্রিয়ার কোন কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে।
(ঘ) ‘লোকটি গরিব কিন্তু সৎ’—এই বাক্যে অব্যয় কোনটি?
উত্তরঃ এই বাক্যে অব্যয় পদ হলো ‘কিন্তু”।
৩. দু-একটি বাক্যে উত্তর দাও। ১ × ২ = ২
(ক) বুনো হাঁসরা জোয়ানদের মুরগির খাঁচায় কী খেত?
উত্তরঃ বুনো হাঁসরা জোয়ানদের মুরগির খাঁচায় টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত।
(খ) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলায় দৈত্য, দানব, যক্ষিরাজ, রাজপুত্র ও পক্ষীরাজের গল্প রয়েছে।
It’s very important for us